আমাদের কথা খুঁজে নিন

   

আসুন জেনে নেই প্রেম না করার ১০টি উপকারিতা :

আজ না হয় কাল আমার মৃত্যু নিশ্চিত। ১. প্রেম না করলে আপনি আর্থিক ভাবে উপকৃত হবেন। KFC, BFC, আর Pizza Hut-এ গিয়ে হাট বাজারের কথা ভুলে গিয়ে অযথা টাকা নষ্ট করতে হবেনা, মোবাইলে অতিরিক্ত ব্যালেন্সের প্রয়োজন নেই। এই গিফট সেই গিফটের ঝামেলা নেই। ২. মানষিক অশান্তিতে ভুগতে হবেনা।

দিন রাত ছোটখাট বিষয় নিয়ে ঝগড়া করে মাথার তার ছিঁড়তে হবেনা। ৩. আপনার মোবাইল নিরাপদ থাকবে। ঝগড়া করে মোবাইল ভাঙ্গার ঝুকি কম থাকবে। ৪.SMS... করতে করতে মোবাইলে বাটানগুলোর গুরুতর অবস্থা হবেনা ও আপনার হাতও থাকবে ব্যাথা মুক্ত। ৫.সারাদিন ফোনে কথা বলতে হবেনা, তাই দীর্ঘক্ষণ ফোনে কথা বলায় সৃষ্ট সমস্যা থেকে অনেকটা মুক্ত থাকবেন।

৬.রাতে ঘুম ভালো হবে, পড়াশুনায় মন বসবে। ৭.প্রেমিক বা প্রেমিকার গালমন্দ শুনতে হবেনা। ৮.প্রেমিকার বিয়ে ঠিক হওয়ার পর যে তীব্র কষ্ট আর যন্ত্রণা সেটা থেকে মুক্ত থাকবেন। প্রেমিকার অন্যকারো সাথে বিয়ে হলে সেই বিয়ের রাতের মত কষ্টের রাত আপনার জীবনে আসবেনা। ৯. প্রেম না করলে আপনাকে ছেকা খেতে হবেনা।

১০. ছেকা না খেলে আপনি জীবনের এক তীব্র কষ্ট যন্ত্রণা থেকে বঞ্চিত হবেন। যেটা হয়তো আপনারই কামনা। সূত্র: ফেইসবুক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.