আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগে জ্বীনের আক্রমণ!

কেউ মুক্তচিন্তা করে সঠিক পথ খুঁজে পায়, আর কেউ হয় পথভ্রষ্ট। বাবারা, বুদ্ধিজীবীর খেতাবের লোভে মুক্তচিন্তা করলে সব হবে নষ্ট... জ্বীনের অস্তিত্বে আমি বিশ্বাস করি....এই ব্যাপারে কোন ডাউট নেই মনে। কিন্তু বেশ কিছু দিন ধরে ব্লগে অনেক জ্বীন রিলেটেড পোষ্ট দেখলাম যা পড়ে মিথ্যা গল্প ছাড়া আর কিছুই মনে হয় নি। আবার কোন এক ব্লগারের দেয়া লিঙ্ক অনুসরণ করে পেয়েছিলাম আরেক জ্বিন গবেষককে। তার লেখার টাইটেল দেখে তা ফান পোষ্ট মনে হলেও ভেতরে ঢুকে দেখি আজব ব্যাপার!! কিঞ্চিৎ ভয়ও পেয়েছিলাম। বারবার পেছনে তাকিয়ে দেখছিলাম কিছু দাঁড়িয়ে আছে কি না তার কিছু কথার ব্যাপারে নিশ্চিত হতে না পারলেও একটা ব্যাপারে নিশ্চিত যে জ্বিনের ব্যাপারে এত এত পোষ্ট দেখে স্বয়ং জ্বীনের আই টি বিশেষজ্ঞ সামুতে ঢুকে পড়েছেন আর আমার উপর প্রতিশোধ নেয়ার জন্য আমার পোষ্টগুলোকে তার থিলেশমে দিয়ে কীভেব যেন এডিট করে দিয়েছেন.... আগে দেখতাম কোন কিছু লেখার সময় enter মারলে জ্বীন ভাই আমাকে নিচের লাইনে না নিয়ে উপরের লেখাটা নিচে কপি পেস্ট করে দিতেন আর...কোন পোষ্টে শেষে ছবি যুক্ত করলে তার এক কপি উপরেও এনে দিতেন....আর এখন আমার উপর তার এত রাগ যে আমাকে আর নতুন কোন পোষ্ট দেয়ার জন্য আসতে না দেখে আমার পুরনো লেখা গুলুতে সাইকেল ঢুকিয়ে দিয়েছেন (এর আগে সাইকেলটা শুধু একটা পোষ্টে এক্সিস্ট করছিল)আর এডিট করে যেন আমি সেই সাইকেলগুলো সরাতে না পারি তারও খুব ভাল ব্যাবস্থা তিনি করে ফেলেছেন। এই ব্যাপারে টেকি ভাইয়েরা আমাকে হেল্প করলে চির কৃতজ্ঞ থাকিতাম...কিন্তু মনে হচ্ছে এই ব্যাপারে আমকে জ্বিন বিশেষজ্ঞরা বেশী হেল্প করতে পারবেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.