আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তির অপেক্ষায় কিছু দুর্দান্ত গেম!!

আমি সৌন্দর্য সৃষ্টি করি, আমি সৌন্দর্যের শিল্পী.... সদ্য শেষ হয়ে গেল ইলেক্ট্রনিক্স জগতের বিশেষ করে ভিডিও গেমের সবচেয়ে বড় আসর ইথ্রি ২০১২। ইথ্রির পূর্ণ নাম ইলেক্ট্রনিক্স এন্টারটেইনমেন্ট এক্সপো। এখানে বিশ্বের তাবৎ বড় বড় গেম কোম্পানিগুলো অংশ নেয় আর জানায় তাদের পরবর্তী মুক্তিপ্রাপ্ত গেমের বিস্তারিত। সেই সঙ্গে নিত্যনতুন গেমিং কনসোল এবং গেমিং হার্ডওয়্যার এর চমক জাগানো পসরা দেখা যায় এই বিশাল আয়োজনে। তো এবারও গেম ফ্রাঞ্চাইজি গুলো জানিয়েছে কিছু চমক জাগানো গেমের ইতিবৃত্ত।

তো দেখে আসা যাক কি চমক অপেক্ষা করছে আমাদের জন্য.............. ১. এসাসিনস ক্রিড ৩ এসাসিনস ক্রিড এর আলতাইর আর এসাসিনস ক্রিড ২ এর এযিও আদিতোরে এর পর নতুন এক এসাসিন কনর কে নিয়ে আসছে এসাসিনস ক্রিড ৩। এসাসিনস ক্রিড ৩ এর কাহিনী আবর্তিত হয়েছে ১৭৭০ সালের সময় ইংল্যান্ডে । দেখা পাওয়া যাবে জর্জ ওয়াশিংটন এবং আরো কয়েকজন কিংবদন্তীকে। খেলতে হবে তুষার ঢাকা প্রান্তর,বনাঞ্চল,খোলা প্রান্তর আর শহরের মাঝখান দিয়ে। যুক্ত হয়েছে কিছু নতুন অস্ত্র আর নতুন ধরনের গেমপ্লে।

নতুন বছরের একটি সাড়া জাগানো গেম হতে চলেছে এই এসাসিনস ক্রিড ৩। গেমপ্লে ভিডিও : ২. ফারক্রাই ৩ ফারক্রাই ৩ এর কথা অবশ্য প্রথম জানা যায় গত বছরের ইথ্রিতে। কিন্তু গেমটি মুক্তি পাচ্ছে এই বছর। আর ইথ্রি ২০১২ তে প্রকাশ করা হয়েছে আরো গেমটি সম্পর্কে আরো কিছু নতুন চমক। ফারক্রাই সিরিজের ৩য় গেমটির কাহিনী আবর্তিত হয়েছে এক দ্বীপকে ঘিরে, যেখানে ঘাটি গেড়েছে এক নিষ্ঠুর উন্মাদ সমরনায়ক।

দ্বীপের সবাইকে সে মেরে ফেলছে দ্বীপটাকে দখল করার জন্য। গেমের নায়ক দুর্ভাগ্যক্রমে আটকা পড়ে এই দ্বীপে আর আটকা পড়ে এই উন্মাদের কাছে। সেখান থেকে মরতে মরতে পালাতে সক্ষম হলেও দ্বীপ থেকে বের হতে পারে না। তারপর শুরু হয় এখান থেকে বেচে ফেরার আর শত্রুর বিরুদ্ধে দুর্দান্ত অভিযান। দুর্দান্ত গ্রাফিক্স আর অসাধারণ গেমপ্লে ইতিমধ্যেই গেমটিকে জনপ্রিয় করে তুলেছে।

গেমপ্লে ভিডিও : ৩. কল অব ডিউটি - ব্ল্যাক অপস ২ কল অব ডিউটির এবছরের নতুন চমক ব্ল্যাক অপস এর দ্বিতীয় সংস্করন ব্ল্যাক অপস ২। এর আগের গেমটি ১৯৭০ এর দশকের কাহিনীর ওপর হলেও নতুন গেমটির কাহিনী আবর্তিত হবে সুদূর ভবিষ্যৎ ২০২৫ এর দিকে। রোবোট সেনা, অত্যাধুনিক প্রযুক্তির সাথে থাকবে পুরনো মানুষের এক দুর্দান্ত যুদ্ধ। দেখাই যাক নতুন কল অব ডিউটি তার চিরাচরিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে কতটা সফল হতে পারে। গেমপ্লে ভিডিও : ৪. নিড ফর স্পীড - মোস্ট ওয়ান্টেড(২০১২) সুদীর্ঘ ৭ বছর পর আবার ফিরে আসছে রেসিং গেমের জগতের এক কিংবদন্তি, নিড ফর স্পীড - মোস্ট ওয়ান্টেড।

যদিও এটি আনুষ্ঠানিক পরবর্তী পর্ব নয় মূল গেমের, তারপরও সুনিশ্চিতভাবেই মূল গেমের প্রচ্ছন্ন ছায়া এতে থাকছেই। সেই সঙ্গে যুক্ত হচ্ছে দুর্দান্ত গ্রাফিক্স আর উন্নত গেমপ্লে। দেখা যাক নতুন নিড ফর স্পিড কেমন ঝড় তুলতে পারে রাস্তায় আর রেসিংভক্ত গেমারদের মনে। গেমপ্লে ভিডিও : ৫. স্প্লিন্টার সেল - ব্ল্যাকলিস্ট আবার ফিরে আসছে সেই দুরন্ত ভয়ঙ্কর স্যাম ফিশার, যার নাম শুনলে বুক কাপুনি শুরু হয়ে যায় শত্রুশিবিরে। স্প্লিন্টার সেলের নতুন গেম ব্ল্যাকলিস্টে দেখা যাবে স্যাম ফিশার এখন ফোর্থ এশেলন এর প্রধান ।

গত গেমে প্রেসিডেন্টের বিরুদ্ধে ষড়যন্ত্র সফলভাবে প্রতিহত করার পর তাকে নতুন ফোর্থ এশেলন এর প্রধান বানিয়ে দেওয়া হয়। এবার সে এসেছে এক নতুন মিশনে। এবার তার মিশন এক ভয়ঙ্কর টেরোরিস্টকে আটক করা। এজন্য তাকে অভিযান চালাতে হয় ইরাক এবং ইরানে। কিন্তু এবার সে একা নয়।

তার সাথে আছে তার পুরো দল। সেই সাথে রয়েছে সেই চিরচেনা স্যাম ফিশারের আরো ভয়ঙ্কর রূপ। সব মিলিয়ে এবারের স্প্লিন্টার সেল হতে চলেছে এক দুর্দান্ত গেম। গেমপ্লে ভিডিও : ৬. ক্রাইসিস ৩ ক্রাইসিস ও ক্রাইসিস ২ এর দুর্দান্ত সাফল্যের পর এবছর বের হতে চলেছে ক্রাইসিস এর ৩য় পর্ব ক্রাইসিস ৩। ক্রাইসিস ৩ এর কাহিনী আবর্তিত হয়েছে সেই আগের নিউইয়র্ক শহরকে ঘিরেই।

তবে এবারের গ্রাফিক্স আর গেমপ্লে আগের চেয়ে অনেক আকর্ষণীয় আর অনেক বেশি শ্বাসরুদ্ধকর। এবার অস্ত্রভাণ্ডারে যুক্ত হয়েছে আরো কিছু নতুন অস্ত্র, তার মধ্যে অন্যতম আধুনিক তীর ধনুক। আর শত্রুদের সাথে যুক্ত হয়েছে আরো কিছু নতুন ধরনের সাইবোর্গ আর ভিনগ্রহের এলিয়েন। সবমিলিয়ে দুর্দান্ত একটি গেম হতে চলেছে ক্রাইসিস ৩। গেমপ্লে ভিডিও : ৭. মেডাল অব অনার - ওয়্যারফাইটার আরেকটি দুর্দান্ত ফার্স্ট পারসন শুটিং গেম মেডাল অব অনার এর পরবর্তী পর্ব মেডাল অব অনার - ওয়্যারফাইটার আসছে এ বছরের শেষে।

দুই নেভি সীল এর জীবন নিয়ে কাহিনী আবর্তিত হয়েছে এ গেমে। কোন নির্দিষ্ট যুদ্ধ নেই এই গেমে। খেলতে হবে ছাড়া ছাড়া ভাবে নানা মিশনে, যেমন সোমালিয়ার দস্যুদের বিরুদ্ধে, বন্যা কবলিত ফিলিপাইনস এর ইসাবেলা নগরে কোন মিশনে ইত্যাদি। এই প্রথম এই গেম সিরিজে ইউএস ব্যাতিত অন্যান্য দেশেরও সামরিক দল রাখা হয়েছে। সব মিলিয়ে এ বছরের অন্যতম ভালো একটি গেম হতে চলেছে এই গেমটি।

গেমপ্লে ভিডিও : ৮. টম্ব রেইডার(২০১৩) টম্ব রেইডারের নতুন পর্ব আসছে আগামী ২০১৩ এর মার্চে। এই গেমে দেখা যায় লারা ক্রফট, গেমের মূল চরিত্রের শুরুর ইতিহাস। লারা ক্রফট এক জাহাজে করে যাত্রা শুরু করে। কিন্তু ঝড়ে সেই জাহাজ বিধ্বস্ত হয়ে যায়, আর লারা আটকা পড়ে এক অজানা দ্বীপে। সেখানে শুরু হয় তার প্রথম এডভেঞ্চার জীবন।

গ্রাফিক্স এবং গেমপ্লে অসাধারণ। অন্যতম আকাঙ্ক্ষিত একটি গেম। গেমপ্লে ভিডিও : এছাড়াও মুক্তি পাচ্ছে আরো বেশ কিছু গেম আর আগে মুক্তি পাওয়া গেমের এক্সপানশন । তো, আশা করি ভালোই কাটবে এই বছরটা গেম খেলতে খেলতে। গেমিং জয়যুক্ত হোক!! আর সবার জন্য রইল শুভকামনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।