এটি একটি প্রচারধর্মী পোস্ট। কারো খারাপ লাগলে আমাকে মেইল () করে জানাতে পারেন।
ছোটবেলা থেকেই ঘোরাঘুরির খুবই শখ। সেসময় চাতক পাখির মত বইসা থাকতাম কবে আমার পিতার দিলে দয়া আসে আর আমারে লইয়া একডু ঘুরতে বাইর হয়।
আরেকটু বড় হইলে ফ্রেন্ডরা মিলে ঘোরাঘুরি করতে যেতাম।
সেন্ট মার্টিন, কক্সবাজার, সুন্দরবন, সিলেট সহ সারা বাংলাদেশ এ চক্কর লাগাতাম। তখনকার দিনে কোথায় যেয়ে থাকব, কোন গাড়িতে উঠব এত কিছু চিন্তা করতাম না। একটা হইলেই চলব মার্কা স্টাইলে প্লান করতাম। এমনও হইছে কক্সবাজারে যাওয়ার পর রিক্সাঅলারে ধরছি "ভাই একডা রুম দিবেন। " রিক্সাঅলা বলল "চার(স্যার), এমুন হুডেল দিমু থাকলে আমারে সালাম দিবেন"।
শেষমেষ এমন একটা হোটেল এ নিয়ে তুলল সেখানে রুম আর বাথরুম এর ভিতর কোন পার্থক্য খুজে পাইনি। তার উপর নিশিরাতে দরজায় টোকা--ছের (স্যার) কিছু লাগবে।
এরপর আরেকটু বড় হইলাম, প্রেম করা শুরু করলাম। বিয়ার আগে ত রাইত বিরাতে তেনারে নিয়া বাইরে থাকা যায় না। তাই আর কি করুম দিনব্যাপী ট্যুর দিয়া তেনারে বাড়িতে পৌছায়া দিতাম।
তাও তারে লইয়া শেরপুর গজনী, কুমিল্লা আর শ্রীমঙ্গলে ভোর-রাত ৮টা ব্যাপী ট্যুর দিয়া আইছি। অবশ্য এ জন্য বাড়িতে তেনারে কম ঝারি খাইতে হয় নাই।
তারপর আরো একটু বড় হইলাম, বিয়া করলাম। বউরে মানে আগের তেনারে লইয়া ঘুরতে বাইর হইলাম। আগে যা করার করছি, এইবার তো আর আগের মতন প্লানলেস ট্যুর দেয়া যাবে না।
তাই অন্তর্জাল পরিভ্রমণ করে কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান এর হোটেল গুলাতে যোগাযোগের চেষ্টা করতে লাগলাম। তখন একটা জিনিস বুঝলাম বাংলাদেশ এ সহজে হোটেল বুকিং দেয়া বড়ই ঝামেলা। পাশের দেশ ইন্ডিয়াতেও ৪-৫ টা অনলাইন ট্যুরিজম সাইট আছে যেখানে থেকে খুব সহজেই ট্যুর প্লানিং এর যাবতীয় সব কাজ, যেমনঃ হোটেল বুকিং, প্লেন/ট্রেন/বাস টিকেট বুকিং দেয়া যায়।
কিন্তু আমাদের দেশ এ এখনও পরিপূর্ণভাবে সেরকম কোন সার্ভিস পাইনি। এ চিন্তা থেকেই আমাদের প্রতিষ্ঠান থেকে এ ধরনের একটা সাইট করার চিন্তা ভাবনা করলাম, যেখান থেকে খুব সহজেই হোটেল বুকিং, বাস টিকেট কেনা যাবে।
সে চিন্তার ই প্রতিফলন আমাদের এই সাইট । যাত্রা শুরু করলাম ১লা জুন থেকে।
আপাততঃ হোটেল বুকিং এর সুবিধাটা দেয়া আছে। প্রতিদিনই বিভিন্ন লোকেশনের কিছু কিছু করে হোটেল যুক্ত হচ্ছে। আগামী ৩ মাসে বাংলাদেশের সমস্ত মেইন লোকেশনের উল্লখযোগ্যসংখ্যক হোটেলকে এই সার্ভিসের আওতায় নিয়ে আসব।
পর্যায়ক্রমে বাস টিকেট বুকিং/ক্রয় এবং যে কোন ট্যুরিস্ট স্পট-এর ভার্চুয়াল গাইড সার্ভিস এই সাইট থেকে দেয়া হবে।
আরেকটা জিনিস না উল্লেখ করলেই নয়, তা হল অনলাইন পেমেন্ট অপশন। বাংলাদেশ এ এখনো ব্যাংকগুলি ক্রেডিট/ডেবিট কার্ড দিয়ে অনলাইন এ কিছু কেনাকাটা করার সুবিধাটা এত ব্যাপক ভাবে দেইনি। এ জন্য শুরুতে অনলাইন পেমেন্ট এর পরিবর্তে আপাতত ব্যাংক একাউন্টে পেমেন্ট অপশন আছে। তবে নেক্সট ভার্সনেই অনলাইন পেমেন্ট অপশন যুক্ত করে দিব।
পরিশেষে একটা কথা বলি, যে কোন কিছুর পিছনে ব্যবসায়িক উদ্দেশ্য সবারই থাকে, তা সে ডক্টর ইউনুসের সামাজিক ব্যবসা হোক আর বিল গেটস এর গেটস ফাউন্ডেশনই হোক। তবে সব কিছুর মূলে হল যা করছি তা মানুষের কাজে আসছে না কি ক্ষতি করছে। যদি আমাদের এ সার্ভিস কারো সামান্য উপকারেও আসে তাতেই আমাদের কষ্ট সার্থক।
পুনশ্চঃ রান্না ভাবনা-৪ লেখার পর অনেকদিন রান্না সংক্রান্ত পোস্ট দেইনি। কারণ হল নিজের ইয়ে মানে বিয়ে ।
এইবার ভাবছি রেজিস্টার্ড তেনারে নিয়া এক লগে এক্সপেরিমেন্ট চালানো রেসিপি গুলা আফনেগো লগে শেয়ার করুম। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।