আমাদের কথা খুঁজে নিন

   

স্তব্ধতার পদাবলী - ১

আমার ভেঙে যাওয়া টুকরোগুলো কুড়িয়ে আবার তৈরী করছি কাউকে, চেনা এবং অচেনায়। আজ থেকে বহুদিন আগে শব্দহীন পৃথিবীর সাথে আমার শেষবার কথা হয়েছিলো! তখনও বাতাসে ক্লান্তির জোনাক পোকারা সোনালী সূচের ফোঁড়ে ঢাকেনি বাস্তব-- একমুঠো রুপালী ভালবাসার দাম তখন এতই বেশি ছিলো যে, কোনও মায়ের সন্তান তা পয়সা দিয়ে কেনার কথা কল্পনাও করতো না! ফেরীওয়ালা শব্দটার সাথে আমাদের নতুন পরিচয় ভুলে যাওয়ার ক্লান্তিতে তাই মাঝে মাঝে নির্দোষ কৌতুহলে আবার প্রশ্ন করে জেনে নিতে হতো-- ভাই, আপনি যেন কী? ফেরীওয়ালার দৃষ্টি অর্বাচীন বেয়াদব নশ্বর পিশাচদের উপর স্থির হয়ে থাকতো না, কেননা ফেরীওয়ালা সুদূর প্রসারী অভাবিত লোভ নিয়ে শকুনের ধৈর্য্যে আমাদের ক্লান্তির সীমার অপেক্ষায় থাকতো; আমাদের বোধ ছাইচাপা ছিলো ভবিষ্যতের প্রতি ছিলো অন্ধ আনুগত্য। কিন্তু ভবিষ্যত? সে তো কবেই ফেরীওয়ালার কাছে বিক্রি হয়ে গেছে!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।