আমাদের কথা খুঁজে নিন

   

স্তব্ধতার পংক্তিমালা

সকল অন্ধকারের হোক অবসান

১. নির্বান্ধব বসুন্ধরা নিঃসীম অন্ধকারে গুমোট শূন্যে, ছুটন্ত নক্ষত্ররাজির মধ্যেও কেমন স্তব্ধ, তুমুল বিস্ফোরণেও নিরবতায় উন্মুখ, কেন জানি - মনে হয় - বসুন্ধরা আমারই ছায়া। ২. যদিও হাজার বুনোফুল সশব্দে ফুটছে প্রতিদিন, অক্ষিকোটরে দৃষ্টি ফুটছে বিপুল বিস্ময়ে, আমি এখনও ভ্রূণ রূপ অশ্বডিম্বের আশ্রয়ে। ৩. জলবায়ুতে ব্যাপক কণ্ঠ্যৌষ্ঠ তরঙ্গ তড়িৎ তরঙ্গ, আনন্দের তরঙ্গ - - কেবল আমি নিস্তরঙ্গ। ৪. শিশির সঙ্গমে ঘাসফুল এখনো সতেজ-কান্তিহীন আর আমাকে ঘিরে অকাল বার্ধক্যের নিরবতা, একান্ত আমি জনান্তিকে। ৫. শব্দশিল্পী কী ভালোবাসে অবশেষে, প্রেম, নারী, মুখরিত জীবনের স্রোত নাকি নির্বাক-বাঙ্ময় কিছু শব্দ? ৬. দেয়াল তুলে দাও, আমার সূর্যের দরকার নেই। মোমের আলোতেই কেটে যাক নিষ্ফল বেঁচে থাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।