আমাদের কথা খুঁজে নিন

   

বুঝলাম না ঘটনাটা কি ?

সুখ নাই কে বলছে। মনের সুখ ই দেহের সুখ! ডাক্তার পথ্য হিসেবে রসগোল্লা লিখে দিলে তাহাই আমার কাছে ঔষধের মত লাগে.. যেমন গ্রীন টির কথাই বলি আগেওতো পান করছি কই এমনতো লাগে নাই তবে এখন কেন গলা দিয়ে নামতেই চায় না ?? কেমন হামদর্দের সিনকারা বা কুমিল্লার সালশার মত লাগে !! আল্লাহ গো কত কষ্ট ফিগার বানাইতে , পেশী বানাইতে, মাছেল বানাইতে তবে সান্তনা একটাই ডাক্তারের উপদেশ বিফলে যায়নি..!! গ্রীনটি আর গ্রীন এ্যপেলের বদৌলতে আমার ওজন এখন ৭৬ থেকে ৬৯ এ.... আহ ! আরেক কাপ খাইয়া লই !! গ্রিন টির উপকারিতাঃ *শীতকালীন ঠান্ডাজনিত সমস্যা রোধ করতে সহায়ক *ক্যান্সার প্রতিরোধ করে *হার্ট অ্যাটাক এর ঝুঁকি কমায় *রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায় *উপকারি কোলেস্টেরলের পরিমাণ বাড়ায় *গ্রিন টি ভাইরাসজনিত রোগ দ্রুত সেরে উঠতে সাহায্য করে। *বার্ধক্য রোধ করে শরীরকে সুস্থ ও সুন্দর রাখে *ইনফেকশান কার্যকর হওয়ার ঝুকি কমায় *কিডনি রোগের জন্য উপকারি *ডায়াবেটিস নিয়ন্ত্রণেও কার্যকর *দাঁতক্ষয় এবং পেটের রোগ সারাতে গ্রিন টি কাজ করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।