সামুতে সেফ হওয়ার পর থেকে আমি কেন যেন নিরুৎসাহিত হয়ে পড়েছি। আমি বৃটেনের শিক্ষাব্যবস্থার ওপর বেশ কতগুলো আর্টিক্যাল লিখেছিলাম। অনেক পরিশ্রম করে তথ্য-উপাত্ত যোগ করে এসব তৈরি করেছিলাম। আমার ইচ্ছা ছিল এসব বিষয়ে উন্মুক্ত আলোচনা হোক। এতে সকলেরই উপকার হতো।
আমার উপস্থাপিত বিষয়ের কোন ভুল-ত্রুটি থাকলে যেমন ধরা পড়তো, তেমনি শিক্ষাব্যবস্থা সম্পর্কে অনেকের পরিষ্কার ধারণা জন্ম নিতো।
সেফ হওয়ার আগে বিভিন্ন জনের মন্তব্য প্রকাশ পেলেও কিন্তু সেফ হওয়ার পরে কোন মন্তব্য প্রকাশ পায় নি। বরং সবাইকে মন্তব্য করার আহবান জানিয়ে আমার মন্তব্যটাই সেখানে রয়েছে মাত্র। আমার সেই মন্তব্যটা হচ্ছে-
বৃটিশ শিক্ষাব্যবস্থা সম্পর্কে কারো কোন ধারণা বা প্রত্যক্ষ কোন অভিজ্ঞতা থাকলে শেয়ার করলে খুবই খুশি হবো। এ সম্পর্কে অনেক অনেক মন্তব্য কামনা করছি।
আমি কিভাবে জানলাম যে, অন্যদের করা কোন মন্তব্য প্রকাশ পাচ্ছে না? আমি যখন দেখলাম ১১১ জন জন্য এটা পড়েছে এবং আমি সবার মতামত পাই নি, তখন আমি বেশ অবাক হয়ে যাই। আমি কয়েক জনের সাথে যোগাযোগ করে জানতে পারি, তারা ঠিকই মন্তব্য করেছিলেন তবে তাদের নিকট প্রতিউত্তর আসে, আপনার মন্তব্যটি পূনরায় পোস্ট না করে অপেক্ষা করুন, মডারেটরের নিকট আছে পরবর্তীতে প্রকাশ করা হবে- এ জাতীয় ম্যাসেজ আসে। কিন্তু সেসব মন্তব্য অনেক দিন গত হয়ে যাওয়ার পরেও আজো প্রকাশ পায় নি।
এটা কি সামুর কোন কারিগরি সমস্যা নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে হচ্ছে তা আমার নিকট বোধগম্য নয়। এভাবে আমি ভীষণভাবে নিরুৎসাহবোধ করছি এবং ভাবছি আর কোন শ্রমলব্ধ আর্টিক্যাল প্রকাশ করবো কি না? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।