১.
নতুন আইটি ফার্ম । কয়েকজন বন্ধু মিলে দিলাম । কাজের জন্য হন্যে হয়ে সবার দ্বারে দ্বারে ঘুরছি । কাজ তেমন না পেলেও বাইরের কাজেই কোন রকম চলছে । সরকারী একটা কাজ পেলাম এক বড় ভাইয়ের মাধ্যমে ।
বড় ভাইকে প্রফিটের টেন পারসেন্ট দিতে হবে। রাজি হলাম । কারন দুই কোটি টাকার কাজে নাকি এক কোটি প্রফিট থাকবে ! কাজ পেতে গিয়ে দেখলাম কর্তা বাবুকে টেন পারসেন্ট, ছাত্রদলীয় ছোটভাইদের তিন গ্রুপকে ফিফটিন পারসেন্ট, খবর পরিবেশনকারী ভাইকে খুশি করা, লোকাল ক্যাডার মামাদের কিছু চাহিদা পুরন করা, স্থানীয় জনপ্রতিনিধিদের খুশি করতে হবে ! আমি তো মামা কাইত ! প্রফিট থাকবে তো ! শেষে দেখলাম দুই কোটি টাকার কাজে কোটেশন হলো চার কোটি । মামাদের আরও নাকি ভাগ দিতে হবে ! কাজ শেষে একাউন্টসের মামাদের কেও টাকা দিতে হলো । সব দিয়ে মামা যা জানলাম আর কোন এমন কাজ করব না কোন জনমে কারন আমাদের তো আর মামা নেই !
২.
প্রচন্ড গরমে কাইত আমি ।
পাশের দোকানে গেলাম একটা ঠান্ডা কিছু নিতে । দাড়িয়ে দাড়িয়ে সেভেন আপ খাইতেছি । এক পোলা মোবিইলে কথা বলছে ।
-মামা..এই দশ হাজারেই রাখেন, এখন এক দমই কাস্টমার নাই ।
-না রে বেটা...তুইতো একদিনেই কামাস এক লাখ...
-না মামা আপনারা, পুলিশ, সাংবাদিক, এলাকার বড় ভাইদের দিয়ে ক'টা টাকাবাই থাকে ! লন এ মাসে এটাই...সামনের মাসে.....
-ওই ব্যটা সব বাপদের দ্যাস ...আমাগো দিলে প্রবলেম কি !
--মামা ...কাল একটা ইনটেক আসব..স্রেফ আপনাগোর জন্যে...লাগলে রেগুলার দিমু......
--আইচ্ছা ঠিক আছে.....সামনের মাসে যেন....কখন আসুম....ইনটেক তো....
--হালায় সব হালাদের মালের কথা বললেই.....
আমি তাদের কথার আগাগোড়া কিছুই বুঝলাম না ।
৩.
চোরদের চোর বলা যাবে না । পতিতাদের পতিতা বলা যাবে না । লম্পটদের লম্পট বলা যাবেনা । মিথ্যুকদের মিথ্যুক বলা যাবে না । ডাকাতদের ডাকাতির কথা বলা যাবে না ।
ধর্মব্যবসায়ীদের বিরুদ্ধে বলা যাবে না । পর্ণো লেখকদের বই পড়তে হবে । জোর করে হলুদ সাংবাদিকদের কলাম পড়তে হবে । ইয়োদের বাংলিশ আর লিভটুগেদারের সমর্থন দিতে হবে ! এসব ভেবে ভেবে ছোট্ট এ কেবলা মিশুকে ঘুম আসে না ! এক টুকুও না ! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।