ধুর পাশের রুমের বড় ভাই, বিবিএ কম্প্লিট করেছেন, এখন মনের আনন্দে বিডিজবসে একটি সিভি বানালেন। সেইরকম উত্তেজনা। এইবার চাকরী ব্যাটা যাইবা কই? কিন্তু সমস্যা বাঁধাল ছবি। ঐ ভাই যদি কাউকে সিভি মেইল করেন, তাহলে তার এটাচমেন্টের সাইজ হয় মিনিমাম ২ মেগা। এটার কারণ অবশ্য তার ছবিটাই।
কিন্তু বিডিজবসে ছবি আপলোড করতে গিয়ে দেখলেন মাত্র ১৫ কেবির বেশি সাইজের ছবি আপলোড করা যাবে না। উনারতো সেইরকম মন খারাফ! এত্তো সুন্দোর মুখ খান আর দেখান গেল না। যাই হোক, উনি এডিটিংয়ে ঝাপায় পড়লেন। তাকে দেখলাম পেইন্ট দিয়ে কাজ করার চেষ্টা করছেন। জিজ্ঞাসা করলাম যে ফটোশপ আছে কিনা।
উনার আবার সেইরকম ঝাড়ি! "ধ্যাহ্, তামাগো শুধু ভাব মারা। কিছু হইলেই ফটোশপ। " যাই হোক, উনি উনার ইচ্ছা মত ট্রাই আর ট্রাই মারতে লাগলেন।
কাজ ছিল, বেরিয়ে গেলাম। ঘন্টা দু-এক পরে ফিরে দেখি উনি তখনও চেষ্টা চালাচ্ছেন।
কিন্তু আমি আর কিছু বললাম না। একটু তাকিয়ে দেখলাম উনি বেশ কসরত করে প্রিন্ট স্ক্রীন নিয়ে, এবং অন্যান্য ভাবে চেষ্টা চালিয়েই যাচ্ছে। উনার ডেডিকেশন দেখে ভালই লাগল। আরও প্রায় ২০ মিনিট পরে দেখলাম উনি হেটে বেড়াচ্ছেন। জিজ্ঞাসা করলাম যে কাজ শেষ কিনা।
উনি খুব মন খারাপ করে বললেন যে ফটোশপ ইন্সটল করতে দিছেন। তাই এই বিরতি।
ফটোশপ ইন্সটল করে হাসি মুখে বসলেন এডিট করতে। কিন্তু একি? একটু পরেই উনি আমার উপরেই ফেটে পড়লেন। তার বক্তব্যে যা বুঝলাম তা হল, পেইন্টে যেই ফাইলের সাইজ হয় ২০ কেবি, ফটোশপে তারই সাইজ হয় ৭০ কেবি।
শেষ পর্যন্ত উনি যা দাড় করালেন তাতে উনি নিজেই সন্তুষ্ট! ৮০ বাই ১০০ পিক্সেলে ফটোশপে কোয়ালিটি ৩ সেট করে একটা দাড় করিয়েছেন। তো এবার আপলোডের পালা। আপলোড করেই উনি দেখি কাঁদো কাঁদো অবস্থায় পৌছে গেলেন! কারণ সিভি ভিউতে গেলে যেই ছবি দেখা যায়, তাতে করে যদি বলেও দেওয়া হয় যে এটা উনি, তাহলেও অন্য কারও কথা ছাড়েন, উনি নিজেই বিশ্বাস করবেন না যে এটা উনি। এবার অগ্যতা আমার কাছে পেন ড্রাইভে করে দিলেন ফাইল টা। এবং মাত্র ১ মিনিটে আমি উনার সম্যাসার সমাধান করে দিলাম।
আসেন দেখাই ক্যামনে করলাম কাজ টা।
প্রথমেই আপনার ছবি ফটোশপে খুলেন। এবার কিবোর্ড থেকে C বাটনে চাপ দেন বা টুল বার থেকে নিচের ছবির মত আইকনে ক্লিক করেন।
এবার নিচের ছবির মত জায়গায় Width এ 3.2 in, Height এ 4 in এবং resolution এ 96 লিখে Enter বাটন চাপুন। এতে খুবই ভাল রেজুলেশন পাবেন।
যদিও আপনি ইচ্ছা করলেই ওয়াড এবং হাইট আরও কমাতে পারেন।
এবার ছবির যেই অংশ রাখতে চান তা ক্লিক করে ড্রাগ করে সিলেক্ট করুন। যদি পুরা ছবিটা রাখতে চান তাহলে পুরা ছবিটাই সিলেক্ট করেন। এবার আবার এন্টার বাটন চাপেন।
এবার সেইভ করার পালা।
File মেন্যু থেকে Save for web বা Save for web and devices এ ক্লিক করুন। এবার নতুন একটি ইউন্ডো ওপেন হবে। তাতে ডান পাশে উপরে দেখবেন লেখা আছে Prestes এটার ঠিক নিচের বক্সে JPEG এবং তার নিচের বক্সে Medium সিলেক্ট করেন। মিডিয়াম সিলেক্ট করলে তার পাশের বক্সে দেখবেন Quality লেখা বক্সে 60 লেখা আছে। ঐটাকে 40 করে দিন।
এবার নিশ্চন্ত মনে সেইভ ক্লিক করেন।
আশাকরি আপনার ফাইল ১৫ কেবির মধ্যে হবে। যদি না হয়, তাহলে Width এবং Height একটু কমিয়ে নিতে পারেন। মনে রাখবেন, পাসপোর্ট সাইজের ছবি স্বাভাবিক ভাবে ১.৬ বাই ২ ইঞ্চি হয়। সুতরাং কমালে বাড়ালে এই অনুপাতেই কমাবেন বাড়াবেন।
আমি এখানি ৩.২ বাই ৪ ইঞ্চি করেছিলাম, যা আসল সাইজের ঠিক দ্বিগুন। আর এতে ছবিটি বেশ পরিস্কার থাকে।
আশাকরি কাজে দিবে। সবাইকে ধন্যবাদ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।