আমার নাম দেখে যদি আমাকে খুব ভাবিস্ট মনে করেন তাহলে কিন্তু নিজেই ভুল করবেন বলে দিলাম :) ;)
১ম অনুভূতি গুলো সবসময়ই অন্যরকম।
১ম মা অথবা বাবা ডাক শোনার অনুভূতি,
১ম স্কুলে যাওয়ার অনুভূতি,
১ম বাবার কাধে চড়ে ঘুরে বেড়ানোর অনুভূতি,১ম সাইকেল চালানোর অনুভূতি,
১ম বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার অনুভূতি,১ম নাগরদোলায় চড়া,১ম সমুদ্র দেখা,
১ম কাউকে ভালোলাগার অনুভূতি,ভালোবাসার অনুভূতি,
১ম প্রিয়জন চলে যাওয়ার বেদনা, ১ম একাকীত্বর অনুভূতি,
১ম কোন উপহার পাওয়ার অনুভূতি......................... এরকম হাজারও অনুভূতি আছে যা আমাদের জীবনে প্রথম বারের মত আসে। পরে সেই অনুভূতি আমাদের কাছে আর আগের মত গুরুত্ব পায় না। বরং হারানো অনুভূতির জন্য হাহাকারের জন্ম দেয়। আমার মত অনেকেই হয়ত ব্যাপারটা অস্বীকার করতে চাইবে তবুও বলব,
প্রেম একবারই এসেছিলো নিরবে.....প্রেম আর আসবে না। আসবে প্রেম নামের পর্দায় ঢাকা হাজার দায়িত্ব। প্রথমবারের সেই অনুভূতির হাহাকারকেই সাঙ্গ করে এই সব দায়িত্ব মাথায় নিয়ে পথ চলতে হয় আমাদের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।