ধন্যবাদ এই পৃথিবী কে, বেচে থাকার যুদ্ধে ক্রমাগত বাধা দেওয়ার জন্য গতকাল গুলশান যাবার পথে রিক্সায় জ্যাম এ আটকে ছিলাম।
হঠাৎ বামে চোখ পড়তে দেখলাম ১০, ১৫ টা পোস্টার।
একই পোস্টার তাই সভাবতই চোখে পড়ে।
দেখি লেখাঃ
আপনি ঘড়ে বসে হাজার হাজার টাকা আয় করতে চান?
আপনি কি জানেন অডেস্ক হচ্ছে বাংলাদেশ এর এক নাম্বার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস?
আমাদের কর্মশালা তে যোগ দিন।
আপনি গৃহিণী হলেও ঘড়ে বসে করতে পারেন অনলাইনে আয়।
আমাদের আছে কম্পিউটার শিখানোর ব্যবস্থা।
আরও অনেক মুখরোচক কথা বার্তা।
তারপর, যোগাযোগ : অমুক মার্কেট এর ৪ তালা।
ফোনঃ ০১ ৪২০ ৪২০ ৪২০।
আমার পাশে বাস থেকে অনেক উতসুক জনতা ফেল ফেল করে তাকিয়ে আছে ওই পোস্টার এর দিকে।
আমার প্রশ্ন হল কারা এসব আবাল? যারা অনলাইন এ কাজ করেন, তাদের কি কোন সময় আছে যে আগ বাড়িয়ে কাউকে কাজ শিখাবে তাও আবার রাস্তায় পোস্টারিং করে?
কোন দেশে আছে এরকম অবস্থা?
বাংলাদেশ এর যে সুনাম আছে Outsourcing এ , সেটাও কি রাখতে দিবে এই হারামীর বাচ্চা গুলা? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।