আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি রাষ্ট্রদ্রোহ মামলা হচ্ছে এক ছাত্রের বিরুদ্ধে

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত দিয়ে ময়মনসিংহ পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্র সোহেল মোল্লা রাজ ওরফে সোহেল রানা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টে বিএনপি নেতা ইলিয়াস আলীর নিখোঁজের ঘটনার সঙ্গে প্রধানমন্ত্রীকে জড়িয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করেন। ফেসবুকে করা মন্তব্যের পর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবীর এ বিষয়ে ত্রিশাল থানায় অভিযোগ করেন। অভিযোগে তিনি এই ছাত্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনেন।

পরে রাষ্ট্রদ্রোহ মামলা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়। জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গতকাল প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী সম্পর্কে এমন কটূক্তি বা মন্তব্য অবশ্যই রাষ্ট্রদ্রোহের শামিল। এ ধরনের আপক্তিকর মন্তব্যের ফলে বিশ্ববিদ্যালয়ে অরাজকতার সৃষ্টি ও পড়াশোনার পরিবেশ নষ্ট হয়। তিনি বলেন, ‘এই ছাত্র যে অপরাধ করেছে তা শাস্তিযোগ্য অপরাধ, যে কারণে আমরা তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে প্রধানমন্ত্রী সম্পর্কে যারাই এ ধরনের অশোভন কটূক্তি করবে, তাদের বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হবে।

’ সূত্রমতে, থানায় করা অভিযোগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহেল মোল্লা রাজ ওরফে সোহেল রানা অনেক দিন ধরে একটি মহলের ইন্ধনে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে সরকারের ভাবমূর্তি নষ্ট ও সরকার পতনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছেন। এ জন্য সোহেল রানা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক আপত্তিকর বক্তব্য দিয়েছেন। এ উত্তেজনাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন অপরাধমূলক ষড়যন্ত্র করে আসছেন এই ছাত্র। জানা গেছে, ২২ মে ময়মনসিংহের জেলা প্রশাসক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে রাষ্ট্রদ্রোহের মামলা করার অনুরোধ জানান। প্রসঙ্গত, সরকারের অনুমোদন ছাড়া কারও বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা যায় না।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ গিয়াসউদ্দীন আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘সোহেল মোল্লা রাজ ওরফে সোহেল রানা প্রধানমন্ত্রী সম্পর্কে বিকৃত মন্তব্য করেছে। এ ঘটনার পর ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ’ উপাচার্য বলেন, ‘আগে থেকেই ওর বিরুদ্ধে ভাঙচুরসহ বিভিন্ন ধরনের অভিযোগ ছিল, মামলাও ছিল। এই ছাত্রের বিরুদ্ধে আমরা ব্যবস্থা না নিলে ক্যাম্পাসে খুনাখুনি হয়ে যেত। সুএ::.প.আলু ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.