আমাদের কথা খুঁজে নিন

   

জাগবার দিন আজ

আমি কেবলই আমার মতো জাগবার দিন আজ, দুরদিন চুপিচুপি আসছে; যাদের চোখেতে আজো স্বপ্নের ছায়াছবি ভাসছে তাদের যে দুরদিন পরিনামে আরো বেশি জানবে, ম্রিত্যুর সঙ্গীন তাদেরই বুকেতে শেল হানবে। আজকের দিন নয় কাব্যের আজকের সব কথা পরিনাম আর সম্ভাব্যের; শরতের অবকাশে শোনা যায় আকাশের বাশরী, কিন্তু বাশরী ব্রিথা, জমবে না আজ কোন আসর-ই। আকাশের প্রান্তে যে ম্রিত্যুর কালো পাখা বিস্তার ম্রিত্যু ঘরের কোনে, আজ আর নেই জেনো নিস্তার, ম্রিত্যুর কথা আজ ভাবতেও পাও বুঝি কস্ট আজকে এইকথা জানি লাগবেই অস্পস্ট। তবুও তোমার চাই চেতনা, চেতনা থাকলে আজ দুরদিন আশ্রয় পেত না, আজকে রঙ্গিন খেলা নিস্থুর হাতে করো বরজন, আজকে যে প্রয়োজন প্রক্রিত দেশপ্রেম অরজন; তাই এসো চেয়ে দেখি প্রিথিবী কোনখানে ভাঙ্গে আর কোনখানে গড়ে তার ভিত্তি। কোনখানে লাঞ্চিত মানুষের প্রিয় ব্যক্তিত্ব, কোনখানে দানবের 'মরনের-যজ্ঞ' চলে নিত্য; পন করো, দৈত্যের অঙ্গে হানবো বজ্রাঘাত, মিলবো সবাই এক সঙ্গে; সংগ্রাম শুরু করো মুক্তির, দিন নেই তরক ও যুক্তির। আজকে শপথ করো সকলে বাচাব আমার দেশ যাবে না তা শত্রুর দখলে; তাই আজ ফেলে দিয়ে তুলি আর লেখনি একতাবদ্ধ হও এখনি। ... ... সুকান্ত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.