আমাদের কথা খুঁজে নিন

   

ট্রান্সকম ও আমার কর্পোরেট শিক্ষা

আমি AIUB এর 09-1 ব্যাচ এর HRM এ পড়ি। গত ৮ই মে আমার সব বিষয় ও ক্রেডিট শেষ হয়ে যায় শুধু ইন্টার্নী ছাড়া। আমি গত ২ মাস যাবৎ বিভিন্ন জায়গায় ইন্টার্নী এর চেষ্টা করতে থাকি। হটাৎ গত মাসের শেষের দিকে ১টা ফোন পাই ট্রান্সকম বেভারেজ থেকে। তারা ফোনেই আমার যাবতীয় তথ্য ও সাক্ষাতকার নেয় এবং জানায় যে তারা আমার সিভি আমার ইউনি থেকে পেয়েছে।

সাক্ষাতকার শেষে বলা হয় আমি তাদের গাজীপুর কারখানায় ৯ই মে থেকে যোগ দিতে পারি কিন্তু তার আগে আমার যাবতীয় একাডেমিক কাগজ দ্রুত গুলশান অফিসে জমা দিতে। আমি ১লা মে সব কাগজ জমা দেই। অতপর যথারীতি ৯ই মে যোগ দিতে যাই। কিন্তু ১ ঘন্টা বসানোর পর বলা হয় আমার কাগজগুলো এখনো approve হয়নি, ২-৩ দিন লাগবে, হলেই আমি যোগ দিতে পারব। ৪ দিন পর ফোন দিলে বলে একটু সময় লাগবে , হলেই আমরা আপনাকে জানাবো।

আপনি শিওর থাকেন আপনার ইন্টার্নী আমাদের এখানে হচ্ছে। তাদের আশ্বাসের ভিত্তিতে আমি অন্য সব জায়গায় ইন্টার্নী খোঁজা বন্ধ করি। আমি আবার ৪-৫ দিন পর এবং পরে আরো ২-৩ বার ফোন দিই কারন আমার ইউনিতে ইন্টার্নী সেমিস্টার শুরু হয়ে গিয়েছিল। তারা পূর্বের একই কথা শোনায় ও প্রত্যেকবার আশ্বস্ত করে যে নিশ্চিন্ত থাকতে। অতপর গত ২৯ মে তাদের ফোন পাই।

তারা বলে যে আমি তাদের এখানে যোগ দিতে পারছি না। আমি আশ্বস্তের কথা বললে তারা বলে যার সাথে কথা বলতে কিন্তু আমি যোগ দিতে পারব না। এটা শুনে আমার মাথায় যেন বাজ পড়ল। কারন এখন যদি আমি অন্য কোথাও চেশ্টা করি তাহলে ইন্টার্নীতে যোগ দিতে কমপক্ষে ১ মাস লাগবে এবং তত দিনে রিপোর্ট জমার তারিখ চলে আসবে। মানে যাই করিনা কেন আমার ১ সেমিস্টার নষ্ট হচ্ছে।

যাই হোক, তার পরও বুকে সামান্য আশা নিয়ে উক্ত অফিসারকে ফোন দেই। সে বলে যে তার কিছুই করার নেই এবং তারা আার স্থলে অন্য ১জনকে নিয়োগ দেয়। তারা আমার সকল প্রক্রীয়া কোন কারণ ছাড়াই বাতিল করে দেয়। আমি আশ্বস্তের কথা বললে তারা বলে কিছু করতে পারবে না। আমি তখন লি যদি আমাকে নাই নিত তাহলে আগে বলে দিত আমি অন্য কোথাও চেষ্টা করতাম, আর আমার সময়ও নষ্ট হতো না।

কিন্তু এর কোন জবাব তারা দেয়নি। এখন আবার নতুন করে ইন্টার্নী খুঁজছি, যদি জুন থেকে কোথাও শুরু না করতে পারি তাহলে বিপদ হয়ে যাবে। প্লীজ সবাই একটু দোয়া করবেন আমার জন্য। পোষ্টের শিরোনামটা এই কারণে দিলাম যে, এই পূরো ঘটনা থেকে শিক্ষা পেলাম মরে গেলেও কখনোও কর্পোরেট কারও মুখের কথার বিশ্বাস করা এবং দাম দেয়া যাবেনা। করলেই বিপদে পড়তে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।