আমাদের কথা খুঁজে নিন

   

দেশে ই-স্টোর চালু করলো ট্রান্সকম মোবাইল

বাংলাদেশে স্যামসাং ই-স্টোর চালু করেছে ট্রান্সকম মোবাইল। এ ই-স্টোর থেকে অনলাইনে দিনের যেকোনো সময়ে স্যামসাংয়ের স্মার্টফোন কেনা যাবে।
ই-স্টোরে  ভিসা, মাস্টারকার্ড, ডিবিবিএল নেক্সাস, ডিবিবিএল মোবাইল ওয়ালেট, কিউ ক্যাশ এবং বিকাশ মোবাইল ওয়ালেটের মতো স্থানীয় বা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে মাধ্যমে কিস্তিতেও স্মার্টফোন কেনার সুবিধা থাকবে। বাংলাদেশে প্রথমবারের মতো এ উদ্যোগ গ্রহন করেছে ট্রান্সকম মোবাইল।
ই-স্টোরে স্যামসাং গ্যালাক্সি কোর স্মার্টফোন কেনার মাধ্যমে ই-স্টোরের উদ্বোধন করেন ট্রান্সকম লিমিটেডের চেয়ারম্যান লতিফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ট্রান্সকম গ্রুপের পরিচালক আরশাদ ওয়ালিউর রহমান, ট্রান্সকম মোবাইলের সিওও আরশাদ হকসহ অন্য কর্মকর্তারা।
ট্রান্সকম মোবাইল কর্তৃপক্ষ জানিয়েছে, ই-স্টোরে পণ্যের ফরমায়েশ দেওয়ার পর ঢাকা শহরের মধ্যে তিন দিনের মধ্যে পণ্য বুঝে পাবেন ক্রেতা।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.