ভালো। আজকে সামুর এক প্রভাবশালী ব্লগার এর একটি বিশেষ পোস্ট স্টিকি করা হয়েছিল...পরে সাধারন ব্লগারদের প্রবল আপত্তির মুখে পোস্টটি সরিয়ে নিতে বাধ্য হয়।কিন্তু শুধুমাত্র ঐ বিশেষ ব্লগারের পোস্টটিতে কমেন্টে এর প্রতিবাদ জানানোয় সেফ স্ট্যাটাস কেড়ে নেওয়া হয় অসংখ্য ব্লগার ভাইদের।উপরে কেবলমাত্র ২-৩ জনের নাম দেওয়া হলো কমপক্ষে ৭ থেকে ১০ জন ব্লগার ভাইদের ঐ বিশেষ পোস্টে কমেন্টের মাধ্যমে প্রতিবাদ জানানোয় সেভ থেকে জেনরেল ও ওয়াচ মোডে নিয়ে আস হয়েছে।আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে ঐ সকল সহ ব্লগার ভাইদের স্্যাটাস আবার সেফ মুডে আনার দাবী জনাচ্ছি।।বিষয়টি খুবই উদ্বেগজনক! সামু নিরপেক্ষতার মুখোশ পরে কৌশিক আর মহিউদ্দীনের বিপক্ষের শক্তিকে দমন করছে।ধর্মীয় সাম্প্রদায়িকতা উষ্কানো মার্কা একটা পোস্টকে স্টিকি করলো আবার এর প্রতিবাদ করতে গেলে অসংখ্য ব্লগারকে জেনারেল আর ব্লক করা হলো। এতে সামু নিজেই তার নিরপেক্ষতকে প্রশ্নবিদ্ধ করলো। হায়রে সামুর নিরপেক্ষতা... হায়রে সামুর নিরপেক্ষতা... হায়রে সামুর নিরপেক্ষতা...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।