একটা মানুষের জন্মানোর মূল উদ্যেশ্য টা কি ?খওয়া ,মল মুত্র ত্যাগ করা ,রুটিন মাফিক যৌন কর্ম ,আর সারাদিন কেমন ভাবে খাবার যোগার করব তারজন্য প্রাণপাত পরিশ্রম করে যওয়া ছাড়া আর কিছু কি আছে ?
এই জীবনের পরেও অন্য কিছু আছে ?
আমি কে ?এই প্রশ্ন টা তুলেছিলেন প্রাচীন কালের দার্শনিক রা । আজও তার নিস্পত্তি হয় নি । বলা যায় অসীম মহাবিশ্বের সৌর মন্ডলে থাকা পৃথিবী নামক গ্রহে থাকা দু পেয়ে জীব ,যার চেতনা আছে ।
আব্রাহামিক ধর্ম গুলো তে "একটা মানুষের জন্মানোর মূল উদ্যেশ্য টা কি"সেটা খুব স্পষ্ট ভাষায় সুন্দর ভাবে বলা আছে । অর্থাৎ ইসলাম, ইহুদি আর ইশার আদর্শে বিশ্বাসী যারা তাদের আছে পাপ- পুণ্য ,হারাম আর হালাল ।
কোনটা হারাম আর কোনটা হালাল তার একটা সুস্পষ্ট তালিকা আছে । যে পাপ করবে সে নরকে যাবে । আর যে পুণ্য করবে সে স্বর্গে যাবে । অর্থাৎ প্রত্যেক মানুষের জীবনের মূল উদ্যেশ্য হলো পুণ্য সঞ্চয় ,যাতে সে স্বর্গে যেতে পারে ।
এবার তাকানো যাক ভারতীয় ধর্ম গুলোর দিকে ।
এখানেও "একটা মানুষের জন্মানোর মূল উদ্যেশ্য টা কি"সেটা খুব স্পষ্ট ভাষায় সুন্দর ভাবে বলা আছে উদেশ্য টা হলো নির্বাণ ।
নির্বাণ মানে মুক্তি, মানে পরম স্বাধীনতা ।
প্রাচীন ভারতের ধর্ম গুলোতে যেমন হিন্দু ,বৌদ্ধ কিম্বা জৈন ধর্ম তে মুক্তির কথা বলে আছে । তবে ব্যাখ্যা টা আলাদা আলাদা ।
প্রথমেই তাকানো যাক হিন্দু ধর্মের দিকে ।
হিন্দু ধর্মে মুক্তি মানে জন্মান্তর থেকে মুক্তি । পৃথিবীর এই মায়াজাল থেকে মুক্তি । স্নেহ ,ভালবাসার মায়াজাল । পৃথিবী তে আর যেন জন্ম নিতে না হয় ।
ম্যাট্রিক্স মুভি তে হিন্দু ফিলোসফি এর সুন্দর বর্ণনা আছে ।
১)নিও নামে এক পুরুষ এই মায়াজালে জন্ম গ্রহন করলো ।
২)নিও সত্য উপলব্ধি করলো ।
৩)এই পৃথিবী টা মায়াজালে পরিপূর্ণ । এবং তা মিথ্যা ।
৪)নিও মারা গেল কিন্তু আবার বেচে উঠলো ।
কারণ তার মায়ার বাধন কাটেনি । কর্মের প্রতি অনুরাগ ।
৫)সেকেন্ড পার্ট এ নিও মায়ার গোলক ধাধায় ফেসে গেল ।
৬)শেষ পার্ট এ নিও মুক্তি লাভ করলো ।
ম্যাট্রিক্স এ একটা দৃশ্য আছে যেখানে চোখের দৃষ্টি দিয়ে স্টিলের চামচ বাকিয়ে দিচ্ছিল একজন বালক ।
নিও অবাক হলো । উত্তর আসলো "চামচ বাকে না ,আমরা দেখি চামচ বেকে গেছে "
এবার আসা যাক বৌদ্ধ ধর্মে । এখানে ইশ্বর ,স্বর্গ -নরক ,কিম্বা জন্মান্তর বাদের ঠাই নেই । এখানে নির্বাণ পাওয়া মানে কাম , ক্রোধ ,লোভ ,ভয় ,মাত্সর্য থেকে মুক্তি ।
চলে আসি
"V for Vendetta" মুভি তে ।
মনে করুন গল্পের নায়িকা ইভ এর মুক্তি পাবার দৃশ্য টা । জেল খানায় থেকে থেকে সে যখন তার নিজের কাম , ক্রোধ ,লোভ ,ভয় ,মাত্সর্য থেকে মুক্তি লাভ করেছে ,সেই সময় তার মনের সব জড়তা কেটে গেল । সে বৃষ্টি তে বেরিয়ে আসলো । মুক্ত হবার আনন্দে দু হাত উপরে দিল দিলো ।
মুক্তির আনন্দে সে দৃপ্ত স্বরে চিত্কার করলো ।
বৃষ্টির প্রতিটা কনার স্পর্শ উপভোগ করতে পারলো ।
বাইরের জাঁকজমকপূর্ণ সৌন্দর্যের আড়ালেও হয়তো লুকিয়ে থাকে নিকষ কালো অন্ধকার।
আবার আপাত সাধারণ দর্শন কোন কিছুতেও চাইলে খুঁজে পাওয়া যেতে পারে সীমাহীন সৌন্দর্য।
তারপরও জীবন থেকে সৌন্দর্য, আনন্দ কি একেবারেই হারিয়ে যায়?
না।
সৌন্দর্য বেঁচে থাকে বাতাসে এলোমেলো উড়তে থাকা সাধারণ একটা পলিথিন ব্যাগের মধ্যে।
সৌন্দর্য বেঁচে থাকে ঘাসের উপর উপুড় হয়ে শুয়ে দেখতে থাকা সেই আকাশের মধ্যে। কিংবা প্রিয়জনদের সাথে কাটানো দুর্লভ সেই ভাললাগা মুহূর্তগুলোর মধ্যে। যখন আপনি আপনার পুরো জীবনের দিকে পেছন ফিরে তাকালে আক্ষেপের বদলে আপনার মধ্যে কাজ করে শুধুই কৃতজ্ঞতা। -
আরমান রশীদ
একদিন আমি বাস স্ট্যান্ডে দাড়িয়ে ছিলাম । দেখলাম বাতাসে উড়তে থাকা একটা পলিথিনের ব্যাগ ।
পলিথিনের ব্যাগ টা যেন নাচছিল ,বাতাসের তালে তালে । মনে হচ্ছিল ,কোনো এক অপার্থিব শক্তি ওকে চালিত করছে । সেই অপার্থিব শক্তি যা হয়ত আমাদের কেও চালিত করে । আমার মনের সমস্ত ভয় কেটে গেল । আর আমার মনে হতে থাকলো পৃথিবীর এত সৌন্দর্য!! তা আমি একটা জীবনে কেমন ভাবে উপভোগ করব ?
তা না হয় ,এই মায়ার জালে জড়িয়েই আমি ভয় থেকে মুক্ত হলাম ।
কিন্তু বাদবাকি গুলো থেকে ?
নাকি আলেকজেন্ডার সুপার ট্রাম্প এর মতো সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে বেরিয়ে পড়তে হবে ,মুক্তির সন্ধানে । ভয় ,লোভ ,মোহ কে জয় করতে । নাকি শেষে গিয়ে বোধদয় হবে "সুখ তখনি সত্যি ,যখন অনেকে একসাথে তা উপভোগ করা যায় । "
জানি না ।
নির্বাণ কে ইংরাজী তে বলে নির্ভানা ।
বিখ্যাত রক ব্যান্ড নির্ভানা কত দূর নির্বাণ প্রাপ্ত হয়েছে ,সেই ব্যাপারে আমার সন্দেহ আছে ।
নির্বাণ উইকি লিংক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।