আমাদের কথা খুঁজে নিন

   

হিবিজিবিঃ বাহারী গোলাপের ছবি!!

You can't buy love on eBay. ফুল..............................গোলাপ!! সবাই ফুল ভালোবাসে। ফুলের মাঝে মনে হয় মন ভালো করার উপাদান থাকে, যা মানুষের মনের সাথে এক ধরনের রাসায়নিক ক্রিয়া করে ফলশ্রুতিতে মনে/হৃদয়ে একটা প্রফুল্লভাব তৈরি হয়!! যদিও একেক জনের পছন্দ একেক রকম ফুল কিন্তু গোলাপের প্রতি সবার একটা সার্বজননীন ভালোবাসা কাজ করে। সম্ভবত এ জন্যই সবাই গোলাপকেই বেছে নেয় ভালোবাসার প্রতীক হিসাবে! আজ আমার ছবি ব্লগও সাজিয়েছি নিজের তোলা কিছু গোলাপের ফটো দিয়ে। দেখেন তো কেমন লাগে!! ১. ২. ৩. ৪. ৫. ৬. ৭. ৮. ৯. ১০. ১১. ১২. ১৩. ১৪. ১৫. ১৬. ১৭. ১৮. ১৯. ২০. ২১. ২২. ২৩. এই ফুলটার গাছ, পাতা সবই গোলাপের মতো কিন্তু ফুলটা যেন কেমন!! ফুল বিশেষজ্ঞরা বলতে পারবে এটা আসলে গোলাপ কিনা! ফ্রি ফ্রি ছবি দেখাইলাম। কিছু দিয়া যান এইবার! বি,দ্র,ঃ কেউ শফিক রেহমানের লাল গোলাপ খুঁজবেন না যেন!!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।