আমাদের কথা খুঁজে নিন

   

হিবিজিবিঃ চলতে পথে তোলা কিছু ছবি!!!

You can't buy love on eBay. হ্যাঁ ঠিক ধরেছেন এটা একটা ছবি ব্লগ। আসলে ছবি ব্লগ কোন ব্লগ না, ব্লগাররা যখন ঝগড়া, ফ্যাসাদ, গাদাম আরও কি যেন আছে ওগুলো নিয়ে মহাব্যস্ত সময় কাটায় বা ক্লান্ত হয়ে পড়ে অথবা সামাজিক অবক্ষয় গুলো যখন খুব পীড়া দেয় তখন এইসব ছবি ব্লগটগ টনিকের মত কাজ দেয় (যদি সুন্দর কিছু হয় আর কি!!)। এখন যারা ফ্রি আছেন তারা ডুকতে পারেন!! তবে বিফল হলে মূল্য ফেরতের ব্যবস্থা নাই... ১। শুভ্র সাদা...... ২। নাম???............জানিনা!! ৩।

৪। আবারো সাদা......... ৫। ৬। ৭। নিশ্চয়ই সবাই চিনেন!! ৮।

৯। ১০। ১১। ১২। ১৩।

১৪। ১৫। ১৬। চলার পথে কখন যে এগুলো তুলেছি বুঝিনি!! এদের অনেক গুলোর নাম আমি জানিনা। বাস্তবে দেখতে খুবই সুন্দর।

প্রফেশনাল ফটোগ্রাফার রা ছবিকে নাকি বাস্তবের চেয়ে বেশী আকর্ষনীয় করে তোলে। কিন্তু আমি তো প্রফেশনাল কেউ না তাই যদি আপনার কাছে সুন্দর মনে না হয় তা হলে বুঝতে হবে ছবিগুলোর কোন দোষ নেই আমি এদেরকে ঠিকমত ক্যামেরায় ধরতে পারিনি। আর অনেক কয়টা ছবি চলন্ত বাস থেকে তোলা। পোষ্টে ডুকে সময় নষ্ট করার জন্য ধন্যবাদ!!!। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।