আমাদের কথা খুঁজে নিন

   

অলস দুপুর

অলস দুপুর, অলস আমি কাটছে না আর ক্ষণ পাখির মত উড়াল দিয়ে তোমার কাছে চাইছে যেতে মন। অলস দুপুর, অলস আমি ভাবছি বসে একা, পাখি হলেই হয়ত এখনই পেতাম তোমার দেখা। অলস দুপুর, অলস আমি একা একাই ভাবি, কেমন করে পাব আমি পাখির মত চাবি? মন পাবনের নায়ে তোমায় নিয়ে হব দেশান্তর ছাড়িয়ে অলিগলি, শহরতলী, পথঘাট প্রান্তর। তুমি আমি এক নায়েতে ভাসব অথৈ জলে হাত দু'খানি ছোঁব তোমার শালুক তোলার ছলে। চাঁদের আলোয় স্মান করব, ভাসব হাজার তারার মেলায় কাটাবো দিন নায়ের মাঝে হাসি-ঠাট্রা খেলায়। বলো আমার সঙ্গী কি হবে? হবে কি পরবাসী?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।