আমাদের কথা খুঁজে নিন

   

দুপুর

মাঝে মাঝে জানালার পর্দাটা সরিয়ে দিয়ে দূরের আকাশ দেখতে বেশ ভাল ই লাগে, সময় স্রোতের বাইরে যেয়ে কাজের কথা ভুলে ই গিয়ে একটু সময় নিজের মত আনমনে তে কাটিয়ে দিয়ে বর্তমান কে এড়িয়ে যাওয়া ভাল ই লাগে | ভাল ই লাগে চৈত্র দাহে পুড়তে থাকা আকাশ টা তে নিঃসঙ্গ চিলের পিছে তাকিয়ে থেকে অলস দুপুর কাটিয়ে দেওয়া, পুরানো কোন গানের কথা দু এক লাইন বেসুরে গাইতে যেয়ে খেই হারিয়ে নিজের মত সাজিয়ে নিয়ে অতীতে হারিয়ে যেয়ে পুরানো স্মৃতির দেখা পাওয়া | কিছুটা অপ্রাপ্তিকে স্বপ্ন ধরে এগিয়ে যেয়ে একটু আধটু কষ্ট পেতেও ভাল ই লাগে | ভাল ই লাগে প্রিয় কোন মুখ মনে করে নিজের মনে ই লাজুক হাসা, চৈত্র দিনের দুপুর জুড়ে স্বপ্ন গুলো জিয়িয়ে রাখা |

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।