আমাদের কথা খুঁজে নিন

   

My Face book Diary

April ,2012 একটা কাঞ্জিভরম শাড়ি কেনার বড়ই সাধ জাগিয়াছিল মনে। উহা নাকি ভাসাবি ছাড়া অন্যত্র পাওয়া যায়না। তাই জীবনে প্রথম বারের মত ভাসাবিতে গিয়াছিলাম। অতঃপর একটি অতি সাধারণ শাড়ি পছন্দ করিলাম। ভাবিয়াছিলাম ৫/৬/৭ হাজার টাকা মুল্য হইলে কিনিয়া লইব।

কিন্তু উহার মুল্য ছিল উনত্রিশ সহস্র টাকা। মুল্য শুনিয়া কোন রকমে পিতৃ প্রদত্ত প্রানটি লইয়া পলাইয়া আসিয়াছি এবং প্রতিজ্ঞা করিয়াছি-আমিও আজ হইতে ভারত বর্জন করিব। April 27,2012 আমাদের বিজ্ঞাপন নির্মাতাদের মস্তিস্ক অত্যন্ত উর্বর। তাদের প্রতিভায় আমি উপর্যুপরি মুগ্ধ। আজ দেখলাম, মির সাব্বির এল জি ফ্রিজ ধরে নাচছে আ্রর গাইছে, ‘তোমাকে পেয়ে আর কিছু চাইনা, ও ও ও...’ একাকিত্বে ভুগছেন? একটা এল জি ফ্রিজ ঘরে নিয়ে আসুন! April 29 ,2012 কথোপকথন ১: ফুল ওয়ালি পিচ্চি বনাম আমি- ফুল ওয়ালি পিচ্চি- আপা, নেন না ফুল,সবগুলি ১০ টাকা।

আমি- না, লাগবেনা। ফুল ওয়ালি পিচ্চি- নেন না আপা, ভাইয়ার জন্য নিয়ে যান। আমি- ভাইয়া টাইয়া নাই; যাও বাবু, ফুল লাগবেনা। ফুল ওয়ালি পিচ্চি- তাইলে আপা, এই ফুল টা এমনি নিয়ে যান, আপনার জন্য গিফট। কথোপকথন ২: আমাদের অফিসের নতুন গা্র্ডঃ মামা ,আইডি দেখান।

আমি-(অত্যন্ত ভাবের সাথে)আমি ফ্যাকাল্টি । গা্র্ডঃ জী??? আমি-আমি টিচার। ইংলিশ ডিপার্টমেন্টের টিচার। গা্র্ডঃ জী,মামা ,স্লামালেকুম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।