আমাদের কথা খুঁজে নিন

   

"ভাবি শুধু তোমায়"



দিন-ভর শুধু যে তোমাকে-ই ভাবি....। তুমি তো আছো আমার আত্মার গভীরে..... আমার নি:শ্বাসে...আমার স্বপ্নে..... মিশে আছো আমার লোহিত কণায়...।। সকাল থেকে-রাত্রিতে, আমার নিদ্রায়-জাগরণে। তবু-ও, কেনো এতো অভাব-বোধ্‌ তোমায় কাছে না পাওয়ার......। সেই অভাব পূরণের প্রত্যয় নিয়েই যে আমার নিরণ্তন পথ-চলা.... তবু-তো প্রশান্তি আমার যে, "তোমাকে-ইইইই" শুধু ভাবি......।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।