আমাদের কথা খুঁজে নিন

   

অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরীদের রক্ষার্থে যে পোষ্ট আগেই দিয়েছিলামঃ বিনিময়ে ক্যানেইডিয়ান ভদ্রলোক হতে টিটকারীর শিকার!

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ আজকে সামুতে সহ ব্লগার চেরু এর একটি পোষ্ট দেখলাম; ভয়ংকর সর্বনাশের পথে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা, ভিডিওটি না দেখলে সাবধান হতে দেরি করে ফেলবেন। Click This Link যেখানে একটি টিভি চ্যানেলের খবরে অপ্রাপ্ত বয়স্ক কিশোর-কিশোরীর মোবাইল ও ইন্টারনেট পর্ণগ্রাফির আসক্তির কথা বলা হয়েছে। যার প্রতিবেদন; Click This Link আজ থেকে প্রায় তিন বছর আগে ২০০৯ সালে আমি একটি পোষ্ট দিয়েছিলাম। এটা ৮ই অক্টোবরে পোষ্ট করি; কিশোরদের জন্য হৌক সাধারণ মোবাইল, নেট ব্যাবহারে কঠোর নিয়ন্ত্রণ বা অভিভাবক নিয়ন্ত্রিতঃ পর্ণগ্রাফির কুপ্রভাব প্রসঙ্গে Click This Link আমার এই পোষ্টের প্রায় ১০ দিন পর তথা ১৮ই অক্টোবর ২০০৯এ দৈনিক আমাদের সময়ে একটি রিপোর্ট আসে; মোবাইল পর্নোগ্রাফি ছড়িয়ে পড়ছে সারাদেশে Click This Link এই ঘটনা যে ভবিষ্যতে ভয়াবহ রুপ ধারণ করবে সেটা অনেক আগেই টের পেয়েছি। আজও প্রায়শই এই ধরণের খবর বের হয়। দুঃখের বিষয় হলো উপরোক্ত আমার দুটি পোষ্টে কোন ব্লগারকে ব্যাক্তিগত আক্রমণ তো দূর কোন সরকারকেও দায়ী করিনি। বলেছিলাম অভিভাবক ও সমাজের সচেতন হওয়া দরকার। কিন্তু এই ঘটনাটাই ক্যানেইডিয়ান এক ভদ্রলোকের সহ্য হল না। আমার সাথে অন্য বিষয়ে বিতর্কে না পেরে আমাকে নোংরা আক্রমণ শুরু করেন। এখন ব্লগারদের কাছে জিজ্ঞাসা এই রকম সচেতনতামূলক পোষ্টে আমাকে কারো আক্রমণের নৈতিক ও যৌক্তিক ভিত্তি আছে কি? বিঃদ্রঃ সর্ব উপরের ছবিটি এখান থেকে নেওয়া: Click This Link  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।