জীবনে যা কিছু শিখলাম ,সব ভুল করে শিখলাম । ভুল বিহনে কোন কিছু শিখা যায় না । আসলাম আপনাদের মাঝে কিছু শিখার তরে ।
১.পিতা মাথার ভালবাসার মধ্যে কোন কিছু চাওয়া পাওয়ার থাকে না - আল হাদীস
( আসলেই পিতা মাথার ভালবাসার মধ্যে কোন কিছু চাওয়া পাওয়ার থাকে না ১০০% গ্যেরেন্টি , পিতা মাথা সন্তানদের সারা জীবন দিয়েই যান । বিনিময়ে কিছু আসা করে না ।
)
২.আমাকে একটা শিক্ষিত মা দাও , আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিব - নেপোলিয়ান ।
( মা সর্ম্পকে নেপোলিয়ানের এই উক্তি ১০০%যথার্থ । আসলেই একজন শিশুর প্রধান বিদ্যালয় হল তার মায়ের কোল । আসলেই, মা যদি সন্তানকে প্রাথমিক অবস্তায় সঠিক শিক্ষাদেন তাহলে । সেই ছেলে পারে জাতি গঠনে সঠিক ভূমিকা রাকতে ।
আপনারা কি বলেন ?)
৩.সন্তান পিতা মাতার শ্রেষ্ঠ স্বপ্ন ,শ্রষ্ঠ প্রাপ্তি , শ্রেষ্ঠ সাধনা - জোবেদা খানম ।
(আজ কিছু কিছু সস্থা প্রমের জন্য এই উক্তিটি মিত্যা মনেহয় , কিন্তু পিতামাতার জন্য সন্তান আসলেই শ্রেষ্ঠ স্বপ্ন , শ্রেষ্ঠ প্রাপ্তি , শ্রেষ্ঠ সাধনা । কি বলেন আপনারা ? )
৪.একজন অল্প বযস্কা তরুণী স্ত্রী হিসাবে অথবা মা হিসাবে কোনটাতেই ভাল নয় । - জন এডমস
এই উক্তি টি সর্ম্পকে আপনারা কি মথামত ? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।