আমাদের কথা খুঁজে নিন

   

ডেসটিনি করতে হলে নাকি, নেকাব পরা যাবে না!!! থুঃ তোদের ডেসটিনিকে

মডারেসন প্যানেল আমাকে ব্যান করায় আমি পোস্ট দিতে পারছিনা। জানিনা এরা কবে আমাকে লিখতে দিবে। ডেসটিনি অফিসের আজকের একটি ঘটনা। প্রতক্ষ্যদর্শী আমি নিজে। একটা (সম্ভবত কলেজ পড়ুয়া) মেয়েকে তার খালা নিয়ে এসেছেন ডেসটিনি অফিসে, 'বোঝানোর' জন্য।

বোঝাই যাচ্ছে মেয়েটিকে জোর করে আনা হয়েছে। একটা মধ্যবয়সী লোক বক্তব্য দিচ্ছে। কিভাবে কাস্টমারকে দেখামাত্র কৃত্রিমভাবে হাসতে হবে, কিভাবে পণ্য গছিয়ে দিতে হবে। লোকটা আরও বলল, আপনি তো নেকাব দিয়ে মুখ ঢেকে রেখেছেন। এভাবে তো হবে না, আপনাকে আরও স্মার্ট হতে হবে।

সব শুনে মেয়েটা বলল 'এসব তো ঠিক না'। খালা উত্তেজিত হয়ে পড়লেন, "আজকেই তোর মাকে ফোন দেব, তুই বেশি জ্ঞানী হয়ে গেছিস, আমার চেয়ে..."। মেয়েটা ওখানেই কেঁদে ফেলল। খালার সাথে এসেছিল, চোখ মুছতে মুছতে একাই বের হয়ে গেল। দেখুন এদের ভন্ডামী, ইসলামকে বানিয়েছে ব্যবসার হাতিয়ার প্রচন্ড খারাপ লেগেছে ঘটনাটি দেখে।

তোদের প্রতি একরাশ ঘৃণা ওহে মূর্খের দল। থুঃ! চাপাবাজি করে তুই একাই কোটিপতি হও। যার কোটিপতি হওয়ার ইচ্ছে নেই, তাকে কেন এই মানসিক নির্যাতন? রাস্তার পাশে যে মুচি বসে, তার আত্মসম্মান বোধও তোদের চেয়ে বেশি। সে কখনও মানুষকে ডেকে ডেকে বলে না, "এই দিকে আসেন স্যার, সুন্দর করে জুতা সেলাই করে দেব"। [সম্ভব হলে স্ট্যাটাসটি শেয়ার করুন] লিংকঃ এইখানে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।