আমাদের কথা খুঁজে নিন

   

শুধু ডেসটিনি কেন ?

সোনার হরিনের পেছনে ছুটছি। ডেসটিনি এভাবে সাধারন জনগণের কাছ থেকে হাজার হাজার টাকা মেরে খাইছে তা আমরা সবাই জানি। ডেসটিনি ক্ষতি পূরণ চেয়ে পাঁচহাজার কোটি টাকার মামলা করছে। কিন্তু ডেসটিনি অনেক সাধারন মানুষের যে ক্ষতি করছে তা তাদের সকল পরিচালকদের কে ফাঁসি দিলেও শোধ হবে না। এরকম দু একটি উদাহরণ আমার কাছেই আছে।

আমি শুনেছি অনেক স্কুল কলেজ পড়ুয়া ছেলেরা অনেক টাকার লোভে পড়ালেখা বাদ দিয়ে এখন সম্পূর্ণ হতাশায় ভুগছে। ২০০১ সালের ঘটনা। আমরা তখন মাত্রই স্কুল পাশ করে কলেজে ভর্তি হইছি। ইতিমধ্যে ডেসটিনির প্রচার প্রসার সবার মুখে মুখে। রনি এক ডেসটিনি কর্মকর্তার অনুরোধে তাদরে দাওয়াত গ্রহণ করে।

রনি ওদের প্লান দেখে একদম মুগ্ধ। এবং সে টাকা পয়সা জোগার করে খুব তারাতারি ডেসটিনিতে ভর্তি হয়ে যায়। ইতিমধ্যে সে দু এক জনকে ভর্তি করতে পেরে মহাখুশি। এই খুশিতে সে আর লেখাপড়া ঠিক মত করে না। বছর খানেক না যেতেই সে বুঝতে পারে ডেসটিনি কি জিনিস।

সে আর কোন কাস্টমার জোগার না করতে পেরে নিরাশ হয়ে পড়ে। শেষ পযর্ন্ত সে একুল ওকুল দুই কুলই হারায়। এখন সে গ্রামে ভবঘুরে দিন কাটায়। শুধু ডেসটিনি কেন এখনতো ডেসটিনির মত অনেক গুলো মাল্টিপারপাস কম্পানি বের হইছে। সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা উচিত সরকারের।

না হলে অনেকের জীবন এভাবে নষ্ট হয়ে যাবে। কয়দিন আগে শুনলাম ইলিংকস এর কথা। এখানে আমার একদম কাছের বন্ধু ধরা খাইছে। এখন আর সে ইলিংকসের কথা বলে না। নতুন আরোও একট কম্পানি আসছে।

সেটার নাম হলো এইম ওয়ে। এটাতে আমার এক পরিচিত বড় ভাই কাজ করে। আমাকে না বলে সেখানে নিয়ে গেছে। আমি ওখানে যাওয়ার পর বুঝলাম ওটা এইম ওয়ে মাল্টিপারপাস কম্পানি। পরে সবার সামনে সেই বড় ভাইকে অপমান করে বের হয়ে আসছি।

যেন আর কখনও কাউকে না বলে সেখানে নিতে না পারে। আমি তাদের সবার সামনে আমার সেই বড় ভাইকে বলছিলাম। আপনে কেন আমাকে এই মাল্টিপারপাসের কথা না বলে এখানে নিয়ে আসলেন। আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে আপনার সাথে দেখা করতে আসলাম। আর আপনি আমাকে এই খানে নিয়ে আসছেন।

শেষ পযর্ন্ত আমি অনেক না করা সত্ত্বেও তারা আমাকে চা পান করালো। আমি মনে মনে নিজের উপর অনেক রাগ করতে করতে বাসায় ফিরলাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.