তুমি যদি প্রতিটি দিন এটা ভেবে পার কর যে আজই তোমার জীবনের শেষ দিন, তাহলে একদিন তুমি সত্যি সঠিক হবে। সম্প্রতি জানা গেছে, অ্যাপলের আগামী আইফোন হতে পারে স্টিভ জবসের ডিজাইন করা সর্বশেষ পণ্য। সূত্র জানিয়েছে, মৃত্যুর আগের দিনগুলোতে স্টিভ জবস আইফোনের নতুন একটি ডিজাইন তৈরি করে গিয়েছিলেন। সূত্র আরও জানিয়েছে, আগামী আইফোনই হতে পারে স্টিভ জবসের ডিজাইন করা সর্বশেষ পণ্য যা অ্যাপল বাজারে ছাড়বে। ব্লুমবার্গ জানিয়েছে, আইফোনের পরবর্তী সংস্করণের ডিসপ্লে আরও বড় আকারের হতে পারে। সেই সঙ্গে গ্লাস এবং অ্যালুমিনিয়াম মিলিয়ে এতে কেইস এবং নতুন অ্যান্টেনা যোগ করা হবে। বয় জিনিয়াস রিপোর্ট-এর মতে, চোখে পড়ার মতো পরিবর্তনই আসছে আগামী আইফোনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।