কেশ থেকে শুরু...... সুবিন্যস্ত ঝুঁটি বাধা দেখেছি দু'দিকে, মাঝে মাঝে খোলা আবার- অলকগুচ্ছ যেন হঠাৎ বাতাসে দুলে ওঠা সবুজ ক্ষেত নিদারুণ কষ্ট আর যাতনার দন্ড সরিয়ে মায়াবী সুধার পেয়ালায় চুমুক সমেত। আটপৌরে বেশ- কখনো উঠোনে আবার কখনো বা বারান্দায় বেণী বাধার তাল..... চিরুণী তে জড়িয়ে থাকা একগুচ্ছ সতেজ প্রেম ঝরে পরে মুর্হুতে। মাদকতা গ্রাস করে........ মাতাল ঘ্রাণ জড়িয়ে যায় নাকে, মনে হয় যেন সমস্ত প্রেমের উৎস হয়েছে ঐ ঘনকালো স্বপ্নের ধারা- অদ্ভুতভাবে ডাকে। আমি আদিম হতে চেয়েছিলাম বাতাসের গুঞ্জন ফিস ফিস করে জানিয়েছিল চরম আমন্ত্রন, নাকে এসে ভীড় করেছিল সমস্ত পবিত্র গন্ধ আদিমতম প্রেমে মত্ত হয়ে শিহরিত চিত্ত ব্যাকুলতার শব্দে দিকভ্রষ্ট। আওয়াজ করো না ঠোঁটে শুধু চুপচাপ...... পৃথিবী জেগেছে আজ বাসর সাজাবে বলে, আদিমতম দুই মানব-মানবীর পদভারে দীপ্ত ধরনীর নাও- আওয়াজ করো না ঠোঁটে শুধু চুপচাপ দু'জোড়া ঠোঁট এক হয়ে যাও। নারী আর পুরুষ সৃষ্টির দিনে পৃথিবীর গতি বৃদ্ধি দ্বিগুণ হারে, পাথুরে পাহাড়ে জন্মেছিল কচি কচি ডগা- তুষারের আস্তর হীরকসম রশ্মির বিকিরণে ঝলমল, সাগরের নীলজল জোয়ারের টানে ছিটকে গিয়ে আকাশের গায়ে নীলের আভা বিলিয়ে- দিগন্তে এক হয়ে মিশে। ঝর্ণার গালে আলতো ছোয়া দিয়ে নদী এসে মিশেছে মোহনায়- ঘ্রাণ ছড়ায় সঙ্গম চাদরে গোলাপজল হয়ে। আজ আমরা আদিম হব সৃষ্টি দিনের মতো তুমি আর আমি, আমরা দু'জন- পৃথিবীজুড়ে, আলিঙ্গনরত দীর্ঘছায়া মিশে যাবে দিগন্তে- সমস্ত সৃষ্টি এসে লুটিয়ে পড়বে একজোড়া আদিমতম মানব-মানবীর পায়ে। তোমার ঘ্রাণ পেলেই-আমি আদিম হয়ে উঠি খোলাচুল জড়িয়ে নিই আঙ্গুলে তারপর................ নাভীকে কেন্দ্র করে মস্ত বৃত্ত আঁকি সমস্ত পরিধি ঘুরে এসে আবার নাভীতেই থামি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।