আমাদের কথা খুঁজে নিন

   

আদিমতম পেশার দালাল আমি এবং আমার আকূল আবেদন

নির্লীপ্ত দু
আমি আদিমতম পেশার দালাল। অনেকে এখন আমাকে আধুনিক পরিভাষায় বলে 'ঘটক'। কি অদ্ভুত প্রকৃতির লীলাখেলা, 'বিবাহ নামক প্রথা' যা সৃস্টিকর্তা ক্ষমতার পুরোটা নিজের হাতে রেখে বলে দিলেন ওহে 'দালাল' তুমি তাদেরকে একটু সাহায্য কর যেন একটু কাছাকাছি আসতে পারে। আমি নিরন্তর প্রচেস্টা করেই যাচ্ছি, কালোকে-সাদা, গরীবকে-ধনী, অসঙ্গতিকে-সঙ্গতির এই সব মিথ্যার প্রহসনে 'জোড়া' জুড়িয়ে দিতে, যাতে একটি সুখি সংসার গড়ে ওঠে, জন্মাতে আগামীর এক কান্ডারীকে। ।

যদিও কোন ধর্মেই কোন আপ্ত বাক্য নেই যা দিতে বন্ধনে জড়াবে। সৃস্টিকর্তার মর্জি বোঝা মুশকিল। এখন আমি এক মহা সংকটে দিনাতিপাত করছি, আমার দালালি পেশায় ধ্বস নামতে যাচ্ছে কেননা আমার এই পেশায় স্বয়ং দেশের কর্নধার জড়িত হয়েছেন এবং লোকমুখে শুনিতে পাই এই প্রথার একখানা নতুন মন্ত্রনালয় অতি শীঘ্রই কার্যক্রম আরম্ভ করিবে। সেখানে এখন রেডিমেট অনেক কিছুই পাওয়া যায়। যেমন...... মা মরল মাত্র কয়েকদিন হলো তো কি হয়েছে? আরেক মা' হয়ে যাব।

আত্মীয় পুড়ে কয়লা হয়েছে তো কি হয়েছে? এখন ২৩২ একদম আপন জন মামা-মামী, চাচা-চাচী, খালু-খালা, নানা-দাদা এবং অসংখ্য ভাতিজা-ভাতিজী, ভাগ্না-ভাগ্নী, দেবর-ননদ পেয়ে যাবে। প্রতিবেশী, যাহারা যে কোন বিপদে সবার আগে ছুটে আসে এবং আত্মহুতি দেয় কেমিক্যালের বিষাক্ত ধোয়ায় তারা নেই তো কি হয়েছে? সাথে আছে সু-প্রতিবেমী ডালায়-২৯ জন, পাতায়-২জন এবং লতায়-৩জন নিকটাত্বীয় এবং সকলেই ১৬ কোটি জনসংখ্যার অর্ধেকেরও বেশী জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনায় ব্যাপ্ত। বিবাহের দেন-মোহর, খরচাপাতি? কোন চিন্তা নেই যারা রাজস্ব ফাঁকি দিয়ে রীতিমত ভূইফোড় হয়েছে তারা প্রয়োজনে 'কোটি' টাকা দিতে প্রস্তুত। আর 'কালো' টাকার মালিকদের মতন অদৃশ্য হাতের কথা নাইবা বললাম, যাদের ক্ষমতা সরকারের চাইতেও অনেক সময় বেশী। তো এই অবস্থায় আমার এখন আমার সংসার চালাইয়া যাইতে অসম্ভব কস্ট হইতেছে।

যাহারা অনেকেই কথা দিয়াছিল এই মাসের মধ্যেই 'জোড়া' কিংবা 'বিবাহ' নামক এক অদৃশ্য বন্ধনে আবদ্ধ হইবে তাহারা এখন অনুযোগ করিতেছেন যে (শর্ত জুড়িয়া) তাহাদের অনুষ্ঠান হইতে হইবে 'গণভবনে' যেথায় নিদেন পক্ষে গোটা পঞ্চাশেক জনপ্রতিনীধি থাকিতে হইবে এবং এই রকম রেডিমেট কিছু আত্মীয়-স্বজনও থাকিতে হইবে। তাই এই নব্য মন্ত্রনালয়ের কাছে আমার আকূল আবেদন আমাকে এই মন্ত্রনালয়ের একজন লাইসেন্সধারী 'দালাল' হিসাবে অনুমোদন করিবেন সূত্র: ভস্মীভূত সজনের ধ্বংসস্তুপ আর মায়ের লাশের উপর শকুনের নৃত্য!! আমাদের শোকগাঁথা....(পোস্ট)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।