H.S.C পরীক্ষা দিলাম। সবাই বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এ ভর্তি হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আমিও তাদের ব্যতিক্রম হতে পারলাম কৈ? বাবাকে বল্লাম,বাবা বলল টেকনিক্যল কিছু করতে। যেখানে চাকরি এবং বেতন দুটোই ভালো। টেক্সটাইল নিয়ে মাতামাতি দেখলাম।
জানি সরকারিতে টিকব না। শেষ ভরসা প্রাইভেট ইউনিভার্সির্টি। শুনলাম AIUB এবং AUST নাকি প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর মধ্যে ভালো। কিন্তু ভাই ভালো হৈলে ত হবে না টাকার ব্যপারটা বুঁজে শুনে আগ বাড়াইতে হবে। আমি তো জানি না তাই আপনাদের নিকট হেল্প চাইছি।
নিচে আমি ক্রমানুসারে কিছু প্রশ্ন করছি। সঠিক উত্তর দিলে কৃতজ্ঞ থাকবো।
1. বর্তমানে টেক্সটাইলের মধ্যে কোন সাবজেক্টটার চাহিদা সবচেয়ে বেশী?
2.AUST/AIUB তে টেক্সটাইল পড়লে সর্বমোট খরচ কত হবে?
3.AUST/AIUB এর আবাসন ব্যবস্থা কেমন?
4.AUST/AIUB এর ক্যামপাস কোথায় কোথায় আছে?
5.প্রাইভেট থেকে পাশ করলে চাকরির বাজারে চাহিদা কেমন? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।