আমাদের কথা খুঁজে নিন

   

টোয়াইলাইট বাংলা ভার্সন(দ্বিতীয় পর্ব)

অজ্ঞাত "তুমি আমার চাঁদ,আমি চাঁদেরই আলো, যুগে যুগে আমি তোমায় বাসবো ভাল!" বেলী আর একড়াম-এর প্রেম এখন তুঙ্গে!রাত জেগে তারা পেয়ারটেলে চার আনা রেটে কথা বলে! ভালই চলছিল তাদের প্রেম!একদিন হঠাৎ আক্কু বলল,"ঝান,একটা জিনিস তোমার জানা দরকার!আমি ছোট থাকতে আমার মাথায় অনেক উকুন হইসিল!হালার বেটারা আমার সব রক্ত খাইয়া ফেলসিল!এরপর থেইকা রক্ত না খাইলে আমার ভাল লাগে না!আমগোর এলাকায় যেই গরুগুলা মরসে,অইগুলারে আসলে আমি রক্ত খাইয়া মাইরা ফেলসি!" বেলী নির্বিকারভাবে বলল,"আমি অনেক আগে থেইকাই জানি!আমগোর গরু লাইলী'র রক্ত খাওনের সময় আমি দেখসিলাম তোমারে!চিন্তা কইরোনা,তোমার পাউডার মারা সাদা চামড়াই আমার লাইগা যথেষ্ট!" স্বস্তির নিশ্বাস ফেলল একড়াম!এই না হলে বউ! আরেকদিনের কথা... বেলী অনবরত ফোন দিয়ে যাচ্ছে একড়াম-এর মোবাইলে!কিন্তু আক্কু ফোন ধরছেনা!অনেকক্ষণ পর আক্কু ফোন ধরল... বেলীঃ ঝান,কই ছিলা? আক্কুঃ আর কইয়োনা,এলাকার সব গরু রক্ত খাইয়া মাইরা ফেলাইসি!উপায় না পাইয়া পাশের বাড়ির মুরগি'র রক্ত খাইতে গেসিলাম!শালী এমন দৌড় দিল ধরতে ধরতেই দেরি হয়ে গেসে!মুরগি'র রক্ত খাওয়া এমন ঝামেলা,মুখে এখন পাখনা লাইগা রইসে!" "আ-হা-রে!",তার এমুন সাদা চামড়ার প্রেমিকের ভোগান্তি চিন্তা করিয়া বেলী'র অন্তরের অন্তস্থল থেকে প্রেম উথলাইয়া উঠতে লাগলো! (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।