আমার ছোটবেলা থেকে আমি পত্রিকায় মেনন, ইনুদের বেশ সুন্দর সুন্দর কথা শুনতে পেয়ে তাদের ভক্ত হয়ে গিয়েছিলাম, ভাবতম, আহা এত ভাল মানুষগুলো বাংলাদেশের ক্ষমতায় যেতে পারছেনা। আমি আরও ভাবতাম মেনন, ইনু, দীলিপ বড়ুয়ারা ক্ষমতায় যেতে পারলে বাংলাদেশের চেহারা হয়ত পাল্টে যেত।
বিগত নির্বাচনে আওয়ামী লীগ ও এরশাদের সাথে জোট করে নৌকা মার্কায় নির্বাচন করে মেনন, ইনু, দীলিপ বড়ুয়ারা এখন ক্ষমতায়। বিগত আড়াই বছরে তাদের কাজ আমাকে হতাশ করেছে। যে মানুষগুলো ক্ষমতার বাইরে থেকে একরকম ছিলেন, এখন ক্ষমতায় গিয়ে বাংলাদেশকে পাল্টে দেবার পরিবর্তে তারা নিজেরাই পাল্টে গেছেন।
তাহলে বুঝা যায়, ক্ষমতার বাইরে থাকলে অনেক সুন্দর সুন্দর কথা বলা যায়, কিন্তু ক্ষমতা পেলে সবাই পাল্টে যায়।
জামাতও ক্ষমতায় যাওয়ার আগে সুন্দর কথা বলত, কিন্তু ক্ষমতায় গিয়ে খালেদার কথার বাইরে যেতে পারেনি। এখানে জামাতের সাথে মেনন, ইনুদের কোন পার্থক্য নেই। জামাত যেমন খালেদার চামচামী করে, মেনন, ইনুরা করে হাসিনার চামচামী। যাদের নিজেদের কোন বিবেকবুদ্ধি নেই, সেরকম ব্যক্তিত্বহীন চামচা জাতীয় লোকদেরকে এতদিন কত ভাল জাতের নেতা মনে করেছিলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।