আমাদের কথা খুঁজে নিন

   

হেল্প প্লিজ গুগল এ্যাডসেন্স এর চেক ভাংগানো বিষয়ে।

সব হৃদয়ের গল্প বলি, রংধনুটাকে রং করি, নির্ঘুম চোখের কথা নিয়ে বৃষ্টির মত ঝরে পড়ি ছোট ছোট বালুকনা.. বিন্দু বিন্দু জল.. করে 100$ এর মাইলফলক পার করাতে আমার হাতেও মামু একখানা চেক ধরাইয়া দিল। সমস্যা হচ্ছে এটা ক্যাশ করা নিয়ে। আমি নেটে সার্চ দিয়ে বেশিরভাগ রিকমেন্ড পেয়েছিলাম ইসলামী ব্যাংক-এ। আমি আমার জেলা শহরে (নড়াইলে) চেক আসার আগেই ঐ ব্যাংকের ম্যানেজারের সাথে এ ব্যাপারে আলাপ করি। উনি বলেন এখানে ফরেন এক্সচেঞ্জ নেই তাতে সমস্যা নেই, যশোর ব্রাঞ্চ থেকে চেক ক্যাশ করে এনে দিবে (যদিও আমি জানিনা যে যশোরে এ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ বিভাগ আছে কিনা)। এই ভরসায় আমি তখন নড়াইলে-ই ইসলামী ব্যাংকে একটা হিসাব চালু করি। আজ চেক নিয়ে যাওয়ার পর অনেক গবেষণা করে বিকেলে আমাকে ব্যাংক থেকে ফোন দিয়ে বলল, মি. ফয়সাল > আপনার চেক আমরা রিসিভ করতে পারছি না, আপনি কাল এসে চেকটা নিয়ে যাবেন .... মেজাজটা কেমন লাগে এই ব্লগের এ ব্যাপরে অভিজ্ঞরা এই অধমকে একটু তথ্য দিয়ে সহায়তা করুন। এখন আমি কি করতে পারি ??? (সহে না যাতনা..... )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.