গত কিছুদিন যাবৎ কম্পিউটারে ভাইরাস নিয়ে মারাত্মক সমস্যায় আছি। আমি কাসপারষ্কি-২০১১ লাইসেন্স ভার্সন ইউজ করি। এটা মোটামুটি ভালই কাজ করছিল। কিন্তু গত কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি- কাসপারষ্কি সেটাপ থাকার পরও কোন কাজ করছে না। আমি সিষ্টেম নতুন করে ইনস্টল করেছি এমনকি হার্ড ড্রাইভ নতুন করে পার্টিশনও করেছি। কিন্তু কোন কাজ হচ্ছে না। নতুন করে সেটাপ দেওয়ার কয়েক ঘন্টা পরেই দেখতে পাচ্ছি- Nimnula.a এবং Trojan-Hosre নামক দুটি ভাইরাসে পুরো পিসি ভরে যায় এবং পিসি স্লো হয়ে যায়। Numnula.a ভাইরাসটি কাসপারস্কি ধরতে পারে কিন্তু এটাকে ক্লিন করতে পারে না।
তাই খুবই সমস্যায় আছি। টেকি ভাইগণ প্লিজ হেল্প............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।