আমি যা আছি তাই ভালো। :)
পড়তে বসলেই আমার কেন এত ঘুম পায়?সারাদিন মুভি দেখি(),ঘুরঘুর করি কিংবা বিছানায় গড়াগড়ি দিলেও ঘুম আসে না। অথচ পড়ার টেবিলে বসা মাত্রই ক্রমাগত হাই আসতে থাকে । সহ্য করতে না পেরে ঘুমের ঠেলায় টেবিলেই মাথা রেখে ঘুমাই। কিছুক্ষণ পর হুশ হলে আবার বিছানায় ধড়াম করে শুয়ে পড়ি।
বিশেষ করে পরের দিন ক্লাস টেস্ট ,এসাইনমেন্ট,ল্যাব টেস্ট কিংবা প্রজেক্ট সাবমিশন থাকলে আরো বেশি করে ঘুম পায়। অথচ অন্যদিন এই সময় গুলোতে চোখে একদম ই ঘুম থাকে না। এইভাবে আমি অনেক গুলো এক্সাম খারাপ দিসি। পড়া শেষ হইত না ঘুমায় যাইতাম। এখনো সেইম প্রবলেম ।
কি করব কিছুই বুঝি না। চা কিংবা কফি খেলেও লাভ হয় না। ঠিকই ঘুম পায়। এইভাবে চললে সিজিপিএ কমতে কমতে কোথায় এসে পৌছাবে তা ভাবতেই মাথা ঘুরে। কিন্তু যখনই কালকের এক্সাম ফাটায় দিব ভেবে আমি পড়তে বসি তার একটু পরেই ঘুম পায়।
এখন কি করা উচিত আমারে জ্ঞানী-গুনীরা দয়া করে একটু পরামর্শ দেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।