সত্য কখনো গোপন থাকে না। আমি সত্যকে জানতে চা,আর সেই সত্যকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে সবাইকে জানাতে চাই। সত্যের সাথে থাকার জন্য এবং আমার লেখা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আমাদের কলেজে একটা মেয়ে ছিল, যার মধ্যে মেয়েলি ভাব কম- হিটলারি ভাব বেশি ছিল, কলেজের বড় ভাইদের সাথে উঠা-বসা ছিল তো!!!! মেয়েটার হিটলারি কার্যকলাপের কিছু নমুনা দি......।
একদিন আমরা কয়েকজন বন্ধু কলেজ শেষে বাসায় ফিরছিলাম।
পথিমধ্যে রানিরদিঘীর পারে যেখানে একসময় কাজি নজরুল ইসলাম কবিতা লিখতেন, সেখানে দেখি দুইটা ছেলে বসা............। । আর ঐ মেয়েটা দাঁড়ানো............... ইয়া মোটা লাঠি হাতে!!!!! দূর থেকে ভাল করে কথা শোনা যাচ্ছিল না, তবে এইটুকু শুনছি>>> মেয়েটা বলতেসে............... ঐ তোরা আমায় চিনস!!!আগে চিনুক আর নাই চিনুক আমার বিশ্বাস এরপর থেকে ছেলেগুলা আর মেয়েটাকে কক্ষনো ভুল্বে না
২য় ঘটনাটা বন্ধুর কাছ থেকে শোনা। ওরা কয়েকজন মিলে ধর্মসাগর গিয়েছিল। সেখানে যথারীতি মেয়টার দ্যাখা মিলল।
ওরা হিটলারের দিকে ফ্যালফ্যাল করে তাকিএ রইল। মেয়েটা ওদের দিকে চোখ পরতেই বলল.................. কিরে আগে কুনদিন মাইয়া দেখস নাই!!!
বি দ্রঃ না জানি এখন কোথায় সেই লেডী হিটলার তার হিটলারগিরি চালাচ্ছে!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।