আমাদের কথা খুঁজে নিন

   

জেনারেল নিয়া জেনারেল কথা

ঈদের পর এসে দেখলাম আমি জেনারেল। আগে ছিলাম ওয়াচে। বেশ ভয়ে ভয়ে ছিলাম। আমি ওয়াচে আছি-- এটা মনে পড়লেই বেশ আতঙ্ক কাজ করতো। আমাকে জেনারেল করা হয়েছে এই ভেবে আমি যতোটা না খুশি তার চেয়ে বেশি খুশি আমাকে আর ওয়াচ করা হচ্ছে না এই ভেবে।

তার পরের ধাপ হচ্ছে সেফ। সেফ কবে করা হচ্ছে জানি না। না করলে নাই। তার আগে তো বসে থাকতে পারি না--তাই জেনারেল নিয়েই গল্প হোক। জেনারেল বলতেই বাঙ্গালির সামগ্রিক মানসে প্রথমে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ এবং আগের সময়কার পাকিস্তানি জেনারেল শাসকদের কথা মনে পড়ে।

সামরিক বাহিনীর একটি পদবির নাম জেনারেল। জেনারেল ইয়াহিয়া খান, জেনারেল টিক্কা খান, জেনারেল আই্য়ুব খান। এইসব জাঁদরেল সামরিক-স্বৈরশাসকদের নিষ্ঠুর নিপীড়ন পেরিয়ে বাঙ্গালি স্বাধীনতা লাভ করেছে। ওইসব জাঁদরেল জেনারেলদের পরাজিত করার পর বাঙ্গালির মনে আর জেনারেল ভীতি থাকার কথা নয়। কিন্তু সেই জেনারেল ভীতি আর শেষ হয় নাই।

এরপরেও আরো বেশ কয়েকজন জেনারেল, মেজর জেনারেল, লেফটিন্যান্ট জেনারেল দেশ পাহারার দায়িত্ব ছেড়ে দেশের শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তার পক্ষে-বিপক্ষে যুক্তি-কুযুক্তির অভাব নাই। সুতরাং সেদিকে আর না যাই। আমাদের মনে সবশেষ যে জেনারেলের চেহারা জ্বলজ্বল করে তিনি অতিমাত্রায় ভদ্রলোক চেহারার রবীন্দ্রভক্ত মঈন উ আহমেদ। সংবাদে প্রকাশ, তিনি এখন যুক্তরাষ্ট্রে অসুস্থ জীবন-যাপন করছেন।

তার সুস্থতা কামনা করছি। আরেক জেনারেলের মানে হচ্ছে--- সাধারণ। বাঙ্গালি সভা-সমিতি করতে খুব ওস্তাদ। দুইজন হলেই একটা সমিতি বানায়। তিনজন হলে কোন্দল করে দুই ভাগ হয়।

এই সভা-সমিতি, এসোসিয়েশনগুলোর সর্ব কাজের কাজী থাকেন একজন। তার নাম সাধারণ সম্পাদক। আমিও একবার একটা সমিতির সাধারণ সম্পাদক(General Secretary )হয়েছিলাম। বন্ধুরা আমার কাঁধে সব কাজের ভার চাপিয়ে দিয়ে বলতো--সাধারণভাবে যিনি সবকিছুই সম্পাদন করেন তিনিই সাধারণ সম্পাদক। সুতরাং সাধারণ সম্পাদকই সব কাজের কাজী।

জেনারেলের আরেক অর্থ হচ্ছে মহা। সাধারণ থেকে মহা। যেমন বিএনপির জেনারেল সেক্রেটারি হচ্ছেন মহাসচিব। আওয়ামীলীগ আবার মহাসচিব বলেন না। বলে, শুধু সেক্রেটারি অথবা সাধারণ সম্পাদক।

জেনারেল ম্যানেজার মানে হচ্ছে মহা ব্যবস্থাপক। ‘আরে জেনারেল পাবলিকের কথা কইয়ো না। ’ এরকম বাক্য শুনে থাকবেন বোধহয়। মানে হচ্ছে কমন। সাধারণ।

যারা বিশেষ নন। গোণার মধ্যে পড়েন না। শ্রেনী বিভাজনে ইনাদের কোনো শ্রেনী নেই। ‘এই জেনারেল বিষয়টা বোঝে না। ’ নিশ্চয়ই শুনেছেন এমন বাক্য।

মানে হচ্ছে এক্কেবারে সহজ। পানির মত কিনা জানি না--পানিকে আমার খুব একটা সহজ মনে হয় না। আর এই সহজ বলার সময়--কারো মাথায় আইয়ুব খানের পিশাচের মত চেহারাটা মনে আসে কিনা জানি না। জেনারেল নিয়া আমার জেনারেল কথা এইখানেই শেষ। সবাই ভালো থাকবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.