not now জেনারেল পদবীটার প্রতি আলাদা একটা দুর্বলতা ছিল।
কারণ, জেনারেল রাহাত খানের সামনে গেলে রানার মত বাঘ ও কেমন বেড়ালের মত মেঁয়াও মেঁয়াও করে সেটা ভাবতেও ভাল লাগে!!!
কিন্ত নিজেই জেনারেল হয়ে যাব একদিন, তাকি ভেবেছিলাম?
-না।
বেশ কয়েকদিন তেমন কোন পোষ্ট লিখিনা,
কমেন্টর হার ও কম।
তবু সেদিন হালকা একটা পোষ্ট দিয়ে, সংকলিত পাতায় নাদেখে ভাবলাম, -ইট্টু দেরী হচ্ছে, এই আসবে আরকি।
সেদিন আর চেক করা হয়নি।
পরদিনও একই ঘটনা।
কেন? কেন?? কেন???
খোঁজ, খোঁজ, খোঁজ!!!!
নুটিশ বোর্ড দেখলাম। খালি............
পরে নজরে পড়ল, আমি জেনারেল!!!!
মডুর দৃষ্টি আকর্ষণ করে আমি তিন দিন পার পর পোষ্টাই:
১. মডুর দৃষ্টি আকর্ষণ: আমি জেনারেল। কারনটা কি? -৪
২. প্রিয় মডু, আমি কোন উত্তর পেলাম না। -১১
৩. ৩য় দিন: মডু, এটা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে না? -৪
কোন উত্তর না পেয়ে, নিজেরেই নিজে শান্তনা দিলাম - সদস্য পদের জন্য আবেদন করে যেখানে অনেকে সপ্তাহ'র পর সপ্তাহ বসে থাকে, সেখানে "আমি কেন জেনারেল?" এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কুম্ভকর্ণের ঘুম ভেঙ্গে মডু উত্তর দিবে??
আজ সকালে এসে দেখি আমি আবার সেইফ!!!!!
আবারও নুটিশ বোর্ড চেক করি,
নাই, কোন নুটিশ নাই।
মডু কি জানাবেন কেন আবার আমাকে নিরাপদ ব্লগার ভাবা হল??
-আসলে আপনি উত্তরটা দিবেন না।
সে যাক, যার ঘুম সে ঘমাক।
আবার আমি নিরাপদ ব্লগার!!!!
আবার ভাললাগা।
আপনাদের কারো কি এমন অনাকাঙ্থিত জেনারেল হওয়ার অভিজ্ঞতা হয়েছে?
শুভেচ্ছা সব্বাইকে!!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।