আমাদের কথা খুঁজে নিন

   

ভারতীয়রাও ভারতীয়দের বন্ধু নয়

মুম্বাই স্টেডিয়ামে শাহরুক খানকে নিষিদ্ধ করা হয়েছে। কারণ তিনি নাকি খারাপ আচরণ করেছিলেন। খেলা ছিল কোলকাতার সাথে। মুম্বাই হেরে গেছে কোলকাতার কাছে। অতএব মুম্বাই এর নিরাপত্তা কর্মীরা একটু গরম থাকবেই।

সেখানে আবার কোলকাতা নাইট রাইডারের মালিক শাহরুখ এর অত উচ্ছ্বাস দেখানোর কি আছে? মুম্বাইতে থেকে আবার কোলকাতার মালিক বা সমর্থন, অতএব একটু তো সমস্যা হবেই। ভারতীয়রা আসলে এমনি। তারাতো খেলাটিকে ধর্ম মনে করে। নাদান কোলকাতার সাথে হেরে যাওয়া ভারতীয় ক্রিকেটের অভিজাত সদস্য মুম্বাইএর মুখে কিছুটা চুনকালি মেখেছে। অতএব যা হওয়ার তাই।

আরে এক দল হেরেছে তো কি হয়েছে। আরেক দলটিও তো ভারতীয়ই। অত গরমের কি আছে? আসলে এটা আভিজাত্যের সংকট। অবশ্য কোলকাতাও কম যায় না। ইডেনে খেলতে গিয়ে শ্রীলংকা বা অস্ট্রেলিয়াও তো কম ঝামেলা পোহায় নি? আসলে ভারতীয়রা নিজেরাই নিজেদের বন্ধু না।

খেলাটিকে এখনো খেলোয়াড়সুলভ আচরণে আনতে পারেনি। এজন্য তাদের বন্ধুর সংখ্যা অনেক কম। বিশেষ করে খেলার ক্ষেত্রে। যারা ভারতীয় বন্ধুত্বের জন্য মুখিয়ে থাকেন তাদের জন্য: ভারতীয়রা ভারতীয়দেরই বন্ধু নয় সেখানে বন্ধুত্বের সূত্র খোজা সময় নষ্ট করা ছাড়া আর কিছু না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।