এখনই, নয়তো কখনই নয়...।
ভারতের সাথে বাংলাদেশের প্রচলিত যুদ্ধ (conventional warfare) অথবা অপ্রচলিত যুদ্ধ (Nuclear, chemical, bilogical warfare) হলে বাংলাদেশের জেতার কোন সম্ভাবনা নেই----এই ধারনার ভিত্তিতেই যা বলে হয়ে থাকে তা হলো...
সেনাবাহিনী রাখার দরকারটা কি, আমরা কি ভারতের সাথে যুদ্ধ করবো?
ঠিক আছে সেনাবাহিনী রাখলাম না। তাহলে ভারত কি বাংলাদেশ সীমান্তে তাদের বি.এস.এফ এর সংখ্যা কমাবে? কারন এক ব্যাটালিয়নে বি.এস.এফ এর সংখ্যা ১২০০র মত যেখানে এক ব্যাটালিয়ন বি.ডি.আর এর সংখ্যা মাত্র ৮০০-৯০০। বি.ডি.আর এর বিপরীতে মোতায়েনকৃত বি.এস.এফ এর সংখ্যা কয়েকগুন। বি.এস.এফ এর কাজ যদি শুধু সীমান্তের চোরাচালান দমন বা নিছক পাহারদারদের মত কাজই হত তাহলে তাদের সংখ্যা নিয়ে চিন্তার কোন কারন ছিল না।
কিন্তু বাংলাদেশ সীমান্তে ওদের অন্যতম প্রধান কাজ জল্লাদের ভূমিকা পালন করা। ওরা ইচ্ছা করলেই অবৈধভাবে সীমান্ত পাড়ি দেয়া নিরস্ত্র বাংলাদেশিদের গ্রেপ্তার করতে পারে কিন্তু ওরা তা না করে ঐ সব নিরস্ত্র বাংলাদেশিদের সুযোগ পেলেই হত্যা করে। খেয়াল করেন নিরস্ত্র একজন বাংলাদেশি যে কিনা কোনভাবেই একজন সসস্ত্র বি.এস.এফ সদস্যর প্রতি হুমকি নয় তাকে নির্মমভাবে মৃত্যু বরন করতে হচ্ছে বি.এস.এফ এর হাতে। সুতরাং এ রকম আগ্রাসি মনভাবাপন্ন বি.এস.এফের সংখ্যা যদি কমতো তবে এটা আশা করা যেত যে সীমান্তে তাদের হাতে নিরস্ত্র বাংলাদেশিদের নিহত হওয়ার ঘটনাও কমতো।
যাই হোক, বি.এস.এফ তাদের এই যে আগ্রাসি মনভাব নিরন্তর ভাবে বাংলাদেশিদের বিরূদ্ধে প্রকাশ করে আসছে তাকে কোনভাবেই বিচ্ছিন্ন ঘটনা প্রবাহ বলা যায় না।
বরং এটি বাংলাদেশের প্রতি ভারতের পররাষ্ট্রনীতির সামান্য নমুনা মাত্র।
ভারতের সামরিক শক্তির তুলনায় বাংলাদেশের সামরিক শক্তি ঐ নিরস্ত্র সীমান্তবাসী বাংলাদেশীদের মতই। এরপরও বাংলাদেশের প্রতি ভারতের মনভাব পর্যালোচনা করে এই উপসংহারে আসা যায় না যে তারা বাংলাদেশকে তাদের নিরাপত্তার প্রতি হুমকি মনে করে না।
সুতরাং যারা মনে করেন যে আমরা কখনই ভারতের সাথে যুদ্ধে জড়াব না, আমরা কখনই ভারতের নিরাপত্তার প্রতি হুমকি নই তাই আমাদের সেনাবাহিনীর দরকার নেই, তাদের প্রতি আমার প্রশ্ন,
"ভারতীয়রাও কি আমাদের মতো ভাবে?"
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।