পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাভাষী মানুষের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই! কবিতার কথা না বলা-ই ভালো,সয়না ব্যথার ভার--- কবিতা লেখায় সে ভাব আসেনা,বন্ধ মনের দ্বার! কেউ বলে--'ব্যাটা কবি হতে চায়,কিন্তু বিদ্যা নাই মুখে পাকা কথা ক'য়ে যায় শুধু,লেখে তো ভস্ম-ছাই। নাম শুনলেই বুঝা যায়,ওর নাই জাত-কুল-মান জানে কেডা আর কবে কেডা, ক্যান্ আইছে আন্দামান!' মুখ বুজে সই আরও কটু কথা,আমি আজ বড় একা--- একদিন ছিল আমার পাশে যে, আজ নাই তার দেখা! সাঁঝের আকাশে সেই সাঁঝতারা সজল নয়নে চায়--- তুলসী তলার সন্ধ্যা-প্রদীপ,শুধু মনে পড়ে যায়। প্রভাতী আলোয় সেই হাসি নেই,যেন নিরাশার ছবি--- তবু কেন হায় কবিতার টানে, মন হতে চায় কবি!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।