আমাদের কথা খুঁজে নিন

   

নাটকীয়ভাবে ধানমন্ডি থেকে বাইক ছিন্তাই! সাবধান যাদের বাইক আছে

সফটওয়্যারের সকল আপডেটেড ডাউনলোড লিঙ্ক পাবেন আমার সাইটে। www.hasanjubair.com আমার পরিচিত এক বড় ভাইয়ের ঘটনা। গতকাল রাতে উনার নতুন পালসার বাইকটি ধানমন্ডি ১২ থেকে নাটকীয়ভাবে হাইজ্যাক হয়েছে। অনেকেরই বাইক আছে তাই সাবধানে যেন থাকতে পারেন তাই এই পোস্ট। গতকাল রাতে ৯ টার দিকে বাইক দিয়ে ঐ ভাই ধানমন্ডি ১২ রোডে বাইক দিয়ে আসতেছিলেন।

তখন তিনি দেখতে পেলেন তিনজন লোক FZ বাইকে করে পাশ দিয়ে যাচ্ছে। তিনজনের মাথায় বড় হেলমেট। চেহারা পুরো ঢাকা। তো সেই বাইক আস্তে আস্তে বড় ভাইকে সাইডের দিকে চাপিয়ে এনেছে। বড় ভাই তেমন কিছু বুঝে উঠতে পারে নাই।

বুঝে উঠার আগেই বাইক দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয় পাশের ঐ বাইক। বাইক সহ বড় পড়ে গেলে সাথে সাথে সেই বাইক থেকে আরোহীরা নেমে অস্ত্র দেখিয়ে বাইক হাইজ্যাক করে। একজন বড় ভাইয়ের বাইক নিয়ে চলে যায় অন্য দুই জন অস্ত্র ধরে বড় ভাইকে ঝাপটে ধরে রাখে। কিছু সময়ের মধ্যেই ঘটে যায় এই ভয়ংকর ছিন্তাই ঘটনা! আশে পাশের মানুষ আসতে আসতে পালিয়ে যায় এরা। নতুন বাইকটি মাত্র মাসখানেক আগে কিনেছিলেন বড় ভাই।

এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। কেউ কি বলতে পারেন কি করা যাবে? কার সাথে যোগাযোগ করলে পাওয়া যেতে পারে এই বাইক? আর হ্যা যাদের বাইক রয়েছে তারাও সতর্ক হয়ে যান। এখন দেশের অবস্থা খুবই খারাপ। আইন শৃংখলাবাহিনীর নজর রাজনৈতিক পরিস্থিতির দিকে। তাই এসব বিষয়গুলো খুব সহজেই আড়াল হয়ে যাচ্ছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।