আমাদের কথা খুঁজে নিন

   

রেলমন্ত্রীর পদত্যাগের কিসসা কাহিনী-নাটকীয়ভাবে দপতরবিহীন মন্ত্রী

সাবাস বাংলাদেশ। মাত্র দুদিনে বহু নাটক ঘটে গেল। টাকার বস্তা ধরা পড়ল রেলমন্ত্রীর এপিএসসহ। রেলকর্মকর্তার বক্তব্য টাকা নিয়ে মন্ত্রীর বাসায় যাচ্ছিল। মন্ত্রীর অস্বীকার।

এবং গর্বের সাথে বল্লেন পদ আমার কাছে বড় নয়। পরিস্থিতি সেরকম হলে এক মুহুর্ত দেরী করব না পদত্যাগে। কিন্তু তার কয়েক ঘন্টা পর ভোল পাল্টে সেনগুপ্ত মহাশয় বল্লেন কেন পদত্যাগ করব বিএনপির আলটিমেটামে। তারপর প্রধানমন্ত্রী তাকে তলব করলেন। ফিরে এসে পদত্যাগ করলেন তিনি।

আবার একদিনের মধ্যেই প্রধানমন্ত্রীই তাকে বিশেষ ক্ষমতা বলে বা আইনে দপতরবিহীন মন্ত্রী বানালেন। পদত্যাগের পর হৈ হৈ পড়ে গেল বুদ্ধিজীবী ও রাজনীতিবিদদের মাঝে - সুরঞ্জিত একটি ইতিহাসের নাম যিনি দায়িত্বশীলতা নিয়ে জবাবদিহিতার নজির স্থাপন করেছেন। তবে সে নজীর বেশীক্ষণ স্থায়ী হলো না। তিনি আবারও মন্ত্রী। এভাবেই বাংলাদেশের রাজনীতির চাল চিত্র ফুটে ওঠে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সোহেল তাজ মন্ত্রী না থেকেও এখনও বেতন ভাতা পাচ্ছেন। আবুল হোসেন বহাল তবিয়তে মন্ত্রী আছেন। ফারুক গংরাও মন্ত্রী আছেন। শুধু এ সরকারের বেলাতেই এটি প্রযোজ্য তা নয়। সব সরকারের সময় কমবেশী এ ধরনের ঘটনা ঘটে।

ফলে জন গণের আর কি ! যা ছিল তাই। আরো অনেক কিছু ঘটবে। এদিকে নিখোজ হয়েছে বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। যদি খালেদা জিয়া নিখোজ হন তাতেও অবাক হওয়ার কিছু নেই। তখন অবশ্য প্রধানমন্ত্রী হয়তো বলবেন- এটি গুম নয় যেভাবে এর আগে তিনি অভিযোগ করে বলেছিলেন খালেদা জিয়া ভারতে না গিয়ে সেই দামাডোলের মধ্যে সেনা ক্যাম্পে ছিলেন সেরকম কোনো মুখরোচক কথা হয়তো বলবেন।

আসলে দেশের অবস্থা যোলোটা বেজে গেছে। আর কিছু হবে বলে মনে হয় না। !!!!!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.