আমাদের কথা খুঁজে নিন

   

আল্লহ হাফেজ

আমি একজন শিল্পী, গেমার এবং প্রোগ্রামার অনেকদিন থেকেই কোন পোস্ট দিচ্ছিনা। সে অনেক কারন। অনেক কাজ করতে হয়। কাজের পর যে সময় পাওয়া যায় সেটাতে কার্টুন আর গেম। গেমই খেলি বেশি।

কার্টুন গেমের ধারে কাছেও নাই। যাই হোক। যত বড় হচ্ছি তত ব্যাস্ত হচ্ছি। সামনে বিয়েরও প্লান করছি যদিও পছন্দ নাই কাউকে (আগ্রহীরা .... )। তারপরও একটু গুছিয়ে নিচ্ছি।

আসলে ব্লগিং করার মত কোন সময় নাই আমার। যদি এমন হত যে ব্লগকে আমার পিএস৩ অথবা এন্ড্রোয়েড আর সাথে কানেক্ট করতে পারতাম আর প্রতিটা একটিভিটিই হত এক একটা পোস্ট তাহলে অন্য কথা ছিল। যাককা। ভাল থাকেন সবাই। আল্লহ হাফেজ।

আজ থেকে আমি ব্লগিং এর চৌরাস্তা টপকিয়ে গেলাম। এটাই শেষ। এটা লিখতেই আমার অনেক সময় ম্যানেজ করতে হল ও আর একজন আমাকে বলেছিলেন গেম কিনতে পাইরেটেডটা না খেলতে। তাকে বলতে চাই। আমি পিএস৩ ক্র্যাক করিনি।

লাইসেন্সড গেমই খেলি  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।