আমাদের কথা খুঁজে নিন

   

ULAB কর্তৃপক্ষের কাছ থেকে আসা সর্বশেষ বিবৃতি

নোটিশবোর্ড প্রিয় ব্লগার বন্ধুগন, সাম্প্রতিক ঘটনা ও চলমান তদন্তে ইউল্যাবের ভূমিকা কি সে বিষয়ে জানতে প্রতিদিনই ব্লগের মাধ্যমে অনেকে আগ্রহ প্রকাশ করছেন। একটি সুষ্ঠু তদন্তের স্বার্থে ইউল্যাব কর্তৃপক্ষ এ মুহূর্তে তদন্তের অগ্রগতি প্রকাশ করছে না। চলমান তদন্তের তথ্য প্রকাশ করা রীতিবিরুদ্ধ এবং অপরাধীরাও সে তথ্য ব্যবহার করার সুযোগ পেতে পারে। কিন্তু সবার কাছে গ্রহনযোগ্য ও স্বচ্ছ তদন্তের স্বার্থে আমরা এযাবৎ আমাদের পদক্ষেপগুলো তুলে ধরছি: * গত শুক্রবার ঘটনাটি অবগত হওয়ার সাথে সাথেই ইউল্যাবের কর্মকর্তারা এ ব্যাপারে খোঁজ নিতে শুরু করেন ও ঘটনাস্থল পরিদর্শন করেন। * শনিবার ইউল্যাব এর প্রক্টরাল কমিটি ঘটনা তদন্ত শুরু করে।

* ঘটনাস্থলে ইউল্যাব এর সাথে সংশ্লিষ্ট নয় এমন যাদের যাদের নাম পাওয়া যায়, তাদের সাক্ষ্য গ্রহণ করে। * ইউল্যাব তার সিসিটিভি’র উক্ত সময়ের ভিডিওফুটেজ খতিয়ে দেখেছে। * আশপাশের অন্যান্য প্রতিষ্ঠানের কাছে ওই সময়কার কোনো ফুটেজ থেকে থাকলে তা জানাতে অনুরোধ করা হয়েছে। * রবিবার রাতে সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষের উপস্থিতিতে, আলোচ্য ব্লগটির লেখকের সাথে ইউল্যাব কর্তৃপক্ষ দেখা করে এবং তার চারটি অনুরোধের সবক’টি রক্ষায় একমত হয়। * ইউল্যাব এর দু’টি ক্যাম্পাসেই বড় করে নোটিশ দেয়া হয়েছে যেন ইউল্যাব এবং ইউল্যাবের বাইরের যে কেউ এসে তথ্য দিতে পারে।

তথ্য প্রদানকারীর নাম পরিচয় সযত্নে গোপন রাখার অঙ্গীকার করা হয়েছে। * আমরা তদন্ত কমিটিতে অন্তর্ভূক্তির জন্যে বুধবার, ১৬ ই মে, বিকেল পাঁচটার মধ্যে দূ’জন উপযুক্ত ব্লগার প্রতিনিধি পাঠানোর জন্যে সামূকে লিখিত অনুরোধ জানিয়েছি। কিন্তু সামূ ও ব্লগার সর্বনাশা প্রতিনিধি প্রেরণের সময় সীমা বৃহষ্পতিবার ১৭ মে বিকাল পাঁচটা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করলে ইউল্যাব তাতে সম্মতি দিয়েছে। অপরাধী ইউল্যাবের ছাত্র বা অছাত্র যেই হোক না কেন, ইউল্যাব একটি সুষ্ঠু তদন্তের ব্যাপারে সম্পূর্ণ আন্তরিক। কিন্তু তদন্ত গতিশীল করতে আমাদের সামূ ও ব্লগারদের সময়োচিত পদক্ষেপ ও সহযোগিতা দরকার।

এই মর্মে আমরা ব্লগার সর্বনাশাকে যত শীঘ্র সম্ভব তদন্ত কমিটির কাছে তার বক্তব্য দেওয়ার জন্যেও অনুরোধ জানিয়েছি এবং এ ঘটনাটিকে আইনি ভিত্তি দেওয়ার জন্যেও আহবান করেছি। সকলের সহযোগিতায় আমরা একটি সুষ্ঠু তদন্ত সম্পন্ন করার ব্যাপারে আশাবাদী। সবাইকে শুভ কামনা মো: ফয়জুল ইসলাম রেজিস্ট্রার আগের বিবৃতিগুলি এইখানে দেখুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।