আমাদের কথা খুঁজে নিন

   

ULAB ভার্সিটির ঘটনার সর্বশেষ আপডেট

আমার আগের পোস্টে আমি এ ঘটনা সম্পর্কে কিছু তথ্য দিয়েছিলাম । ব্লগার সর্বনাশা ভাই এর ফোন নম্বর চেয়েছিলাম যাতে আমি কোন আপডেট পেলে জানাতে পারি। কিন্তু উনি সম্ভবত মেইল টি খেয়াল করেন নি। আমার ব্যস্ততার কারনে আমি আজকে মিটিং এও আস্তে পারিনি। যাই হোক , ULAB কর্তৃপক্ষের দৌড়-ঝাপ আজকে বেশ লক্ষনীয় ছিল।

তারা তাদের যথাসাধ্য চেষ্টা করেছে বলেই জানতে পেরেছি। এমনকি ULAB এর সামনের এক ফলের দোকানদার কে উপরে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল ভিতরের ঘটনা জানতে। যাই হোক, আমি আজকে সেই সাহায্যকারী দোকানদার এর নাম জানতে পেরেছি। তার নাম তানভীর আর ULAB এর পাশে যে পুরি-পিয়াজুর দোকান আছে (হাক্কানী মসজিদের গলির টা) , সেখানেই সে বসে। সাধারণত সে দিনের বেলায় ই বেশি থাকে।

গতকাল এবং আজ তাকে দোকানেই দেখা গেছে। আমি আমার কাজটুকু করলাম এখন বাকিটা ভার্সিটি কর্তৃপক্ষের সদিচ্ছা, আমি নিজেই তাকে ধরতাম, কিন্তু সংগত কিছু কারনেই আমি তাকে ধরতে পারছি না। এখন ভার্সিটি কর্তৃপক্ষের উচিত হবে তার কাছ থেকে ছেলেটার নাম নিয়ে যদি সে আসলেই ULAB এর স্টুডেন্ট হয় তাহলে যথাযথ ব্যবস্থা নেয়া। আমার ধারনা ULAB কর্তৃপক্ষের এতটুকু ক্ষমতা আছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।