প্রথম ব্লগ .। .। .। .। কাঠফাটা রোদ্দুর তাই বটের ছায়ায় বসে আছি সাথে এক বোতল ঠাণ্ডা ফ্রুটিকা ।
আনমনে কিছু ভাবছিলাম , ভাবনায় ছেদ পড়লো ফ্রুটিকার বাক্যবানে , " মানবকুল বড়ই বিচিত্র , তার চেয়েও বিচিত্র তোমরা ! "
ঃ কেন , কেন ? আচ্ছা তোমার হয়েছেটা কি ? সুযোগ পেলেই আমাদের নিয়ে অপমানজনক বক্তৃতা দাও !
ঃ হেহ ! তোমাদের আবার অপমানবোধ আছে নাকি ? ব্যাঙের আবার সর্দি !
ঃ মুখ সামলে কথা বল .....
ঃ আরে আরে আরে ! খেপেছ কেন ? খুব গায়ে লেগেছে বুঝি ?
বলি , এই আত্মসম্মানবোধ কোথায় থাকে যখন তোমাদেরই কিছু লোক দেশের বিপক্ষে ভারত-পাকিস্তানের পতাকা- প্রতীক গালে-গায়ে-মুখে এঁকে স্টেডিয়ামে যায় ?
ঃ আরেহ ! ওসব তো খেলা বিষয়ক , আর খেলার মধ্যে রাজনীতি টেনে না আনাই ভালো । আমরা বড়ই উদার জাতি ! ( মুচকি হেসে ছোট্ট করে জিভ কাতলাম )
ঃ সেতো বুঝতেই পারছি । তোমরা বড়ই উদার এবং খেলাপ্রিয় জাতি । তোমরা নিজেদের মধ্যে খেলতে পারো আর অন্যদের খেলার উপকরণ হতে পারো , কিন্তু অন্যদের সাথে খেলার যোগ্যতাও নেই তোমাদের ।
ঃ মানে কি ? একটু খোলাসা করে বল ......
ঃ এই যেমন কিছু চিহ্নিত ব্যক্তি , সংগঠন , প্রতিস্থান , রাষ্ট্র বারংবার তোমাদের প্রকাশ্যে ধর্ষণ করে যাচ্ছে আর তোমরাও উদার হাসি হেসে নিজেদের বারংবার তাঁদের কাছেই সঁপে দিচ্ছ ।
শোন , এইটারে উদারতা বলে না ,বলে নিরেট নির্লজ্জতা , বুঝছ ? না বুঝলে মুড়ি খাও গিয়া .......
*** সুনামই হোক কিংবা বদনাম , পরিবার ও বন্ধুমহলে মাথামোটা হিসেবে আমার পরিচিতি আছে । তাই বলে আমার মাথা এতই মোটা না যে , ফ্রুটিকার কথাবার্তা কোনদিকে যাচ্ছে তা বুঝব না । তাই তড়িঘড়ি করে বোতলের ছিপি খুলে এক নিঃশ্বাসে সবটুকু জুস শেষ করে ফেললাম । এরপর ফ্রুটিকার খালি বোতলটিকে আকাশের দিকে ছুঁড়ে দিয়ে দিলাম ভোঁ দৌড় । কিছুদুর এসেই হাঁপাতে হাঁপাতে আরেকটি গাছের ছায়ায় বসলাম ।
কিন্তু কিছুটা ধাতস্থ হতেই ফ্রুটিকার শেষ কথাগুলো মনের মাঝে বেজে উঠলো , " কিছু চিহ্নিত ব্যক্তি , সংগঠন , প্রতিস্থান , রাষ্ট্র বারংবার তোমাদের প্রকাশ্যে ধর্ষণ করে যাচ্ছে আর তোমরাও উদার হাসি হেসে নিজেদের বারংবার তাঁদের কাছেই সঁপে দিচ্ছ । শোন , এইটারে উদারতা বলে না ,বলে নিরেট নির্লজ্জতা" ; অস্ফুটে বলে উঠলাম , " তাইতো !!! " ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।