মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।
বাংলাদেশের মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক বেশ কিছু প্যাকেজে ইন্টারনেট সেবা প্রদান করছে। এই সুবিধা পেতে আপনার জিপিআরএস অথবা এজ সুবিধাযুক্ত হ্যান্ডসেট বা মডেম থাকলেই হবে।
আসুন দেখে নেই বাংলালিঙ্ক এর ইন্টারনেট প্যাকেজসমূহ এবং একটিভেট করার উপায়ঃ
১. প্যাকেজের নামঃ পি১ [পে অ্যাজ ইউ গো]
এই প্যাকেজের অধীনে আপনার ব্যবহার করার উপরে নির্ভর করে বিল আসবে। খরচ পড়বে প্রতি কেবি প্রিপেইড এর জন্য ০.০২ টাকা এবং পোস্টপেইডের জন্য ০.০১৫ টাকা।
একটিভ করতে টাইপ করুন P1 এবং পাঠিয়ে দিন ৩৩৪৩ নাম্বারে।
২. প্যাকেজের নামঃ পি২ [আনলিমিটেড]
এই প্যাকেজের খরচ পড়বে প্রিপেইড এবং পোস্টপেইডের জন্য প্রতিমাসে ৬৫০ টাকা।
একটিভ করতে টাইপ করুন P2 এবং পাঠিয়ে দিন ৩৩৪৩ নাম্বারে।
৩. প্যাকেজের নামঃ পি৩ [নাইট টাইম আনলিমিটেড]
এই প্যাকেজের মাধ্যমে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট সুবিধা পাবেন, এবং খরচ পড়বে সুধুমাত্র প্রিপেইড গ্রাহকদের জন্য প্রতিমাসে ৩০০ টাকা।
একটিভ করতে টাইপ করুন P3 এবং পাঠিয়ে দিন ৩৩৪৩ নাম্বারে।
৪. প্যাকেজের নামঃ পি৪
এই প্যাকেজে প্রিপেইড গ্রাহকরা ২০০ মেগাবাইট ইন্টারনেট সুবিধা পাবেন প্রতিদিন মাত্র ৫০ টাকায়।
একটিভ করতে টাইপ করুন P4 এবং পাঠিয়ে দিন ৩৩৪৩ নাম্বারে।
৫.প্যাকেজের নামঃ পি৫
এই প্যাকেজের আওতায় পোস্টপেইড গ্রাহকরা ১০এমবি ইন্টারনেট ফ্রি পাবেন।
৬. প্যাকেজের নামঃ পি৬
এই প্যাকেজের আওতায় ১জিবি ইন্টারনেট প্যাক পাবেন। খরচ পড়বে প্রিপেইড এবং পোস্টপেইডের জন্য প্রতিমাসে ২৭৫ টাকা।
একটিভ করতে টাইপ করুন P6 এবং পাঠিয়ে দিন ৩৩৪৩ নাম্বারে।
৭. প্যাকেজের নামঃ পি৭
এই প্যাকেজের আওতায় ১৫এমবি মিনি ইন্টারনেট প্যাক পাবেন। খরচ পড়বে প্রিপেইড এবং পোস্টপেইডের জন্য প্রতিদিন ২০ টাকা।
একটিভ করতে টাইপ করুন P7 এবং পাঠিয়ে দিন ৩৩৪৩ নাম্বারে।
জিপিআরএস সেটিংস এর জন্য কল করুন কাস্টমার কেয়ার নাম্বারে। এবং এসএমএস এ প্রাপ্ত সেটিংসটি সেইভ করুন পিন নাম্বার ১১১১ ব্যবহার করে।
*সকল চার্জের সাথে ভ্যাট প্রযোজ্য।
এ ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে।
এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।